Advertisement
২৭ এপ্রিল ২০২৪

আজ শিলচরে মুখ্যমন্ত্রী সর্বানন্দ

মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আগামীকাল শিলচর সফরে আসছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর বরাক উপত্যকায় এই তাঁর প্রথম সফর। বিজেপির পক্ষ থেকে একে মুখ্যমন্ত্রীর ‘বরাক সফর’ বলা হলেও সোনোয়াল অবশ্য শিলচরের বাইরে কোথাও যাচ্ছেন না।

নিজস্ব সংবাদদাতা
শিলচর শেষ আপডেট: ৩০ জুন ২০১৬ ০৩:১৩
Share: Save:

মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আগামীকাল শিলচর সফরে আসছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর বরাক উপত্যকায় এই তাঁর প্রথম সফর। বিজেপির পক্ষ থেকে একে মুখ্যমন্ত্রীর ‘বরাক সফর’ বলা হলেও সোনোয়াল অবশ্য শিলচরের বাইরে কোথাও যাচ্ছেন না।

সরকারি সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী সোনোয়াল কাল সকাল ৯টা ২০ মিনিটে শিলচর বিমানবন্দরে এসে পৌঁছবেন। শিলচরে রাত কাটিয়ে পরদিন সকালেই তিনি গুয়াহাটি উড়ে যাবেন। সূত্রটি জানিয়েছেন, কাল সকাল ১১টা থেকে বরাক উপত্যকা ও পার্বত্য এলাকার ৬ জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়নমূলক কাজকর্মের তদারকি ছাড়াও তিনি এনআরসি-র অগ্রগতি নিয়ে খোঁজখবর নেবেন। বরাক উপত্যকার তিন জেলা ছাড়াও ওই বৈঠকে ডিমা হাসাও, কার্বি আংলং ও হামরেন জেলার রিপোর্ট নিয়েও আলোচনা হবে। বিকেল ৩টে থেকে মুখ্যমন্ত্রী এই অঞ্চলের বরিষ্ঠ নাগরিকদের সঙ্গে মত বিনিময় করবেন। বঙ্গভবনে সেই সভারআয়োজন করা হয়েছে।

বিজেপির কাছাড় জেলা সভাপতি কৌশিক রাই জানিয়েছেন, বিকেল ৪টে থেকে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। প্রথমে জেলা গ্রন্থাগারে দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জানানো হবে। একই সঙ্গে সংবর্ধিত হবেন উপত্যকার আট বিজেপি বিধায়কও। সন্ধ্যায় সার্কিট হাউসে তিনি উপত্যকার তিন জেলার দলীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। পরে মুখ্যমন্ত্রী বিভিন্ন সংস্থা-সংগঠন ও সাধারণ জনতার সঙ্গে মিলিত হবেন।

কৌশিকবাবুর কথায়, তাঁরা মুখ্যমন্ত্রী হিসেবে সর্বানন্দ সোনোয়ালের প্রথম বরাক সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন। তবে তাঁকে জমকালো ভাবে স্বাগত জানানোর উপায় নেই। কৌশিকবাবু জানান, মুখ্যমন্ত্রী নিজে সে ব্যাপারে দলীয় কর্মকর্তাদের নিষেধ করেছেন। তিনি বলে দিয়েছেন, যে পরিবর্তন মানুষ প্রত্যাশা করেছেন, তা প্রতি মুহূর্তে টের পেতে হবে। তাই আগের মত কনভয়ের বাড়াবাড়ি বা স্বাগত জানানোর পর্ব তিনি চাইছেন না। এ দিকে, মুখ্যমন্ত্রীর কর্মসূচি নিখুঁত ভাবে রূপায়ণ করতে পূর্তমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য কাল রাতেই শিলচরে এসে পৌঁছেছেন। অন্য সময়ের মত কালও তিনি সড়কপথেই গুয়াহাটি থেকে এখানে এসে পৌঁছন। পরিমলবাবু জানান, এই অঞ্চলের নানা সমস্যার কথা মুখ্যমন্ত্রীর নজরে আনা হবে। বিজেপির পক্ষ থেকে উন্নয়নমূলক বিভিন্ন প্রস্তাব-সহ একটি স্মারকলিপিও তাঁর হাতে তুলে দেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Silchar Convocation Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE