Advertisement
০৭ মে ২০২৪

আদালতের সঙ্গে সম্পর্ক মধুর করতে চান মোদী

এক বছর আগে সুপ্রিম কোর্টের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সামনেই চোখের জল ফেলেছিলেন তৎকালীন প্রধান বিচারপতি টি এস ঠাকুর। নরেন্দ্র মোদীকে অস্বস্তিতে ফেলে তিনি অভিযোগ করেছিলেন, বিচারপতিদের উপর মামলার বোঝা কমাতে সরকার কিছুই করছে না।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ মে ২০১৭ ০৪:৩৩
Share: Save:

এক বছর আগে সুপ্রিম কোর্টের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সামনেই চোখের জল ফেলেছিলেন তৎকালীন প্রধান বিচারপতি টি এস ঠাকুর। নরেন্দ্র মোদীকে অস্বস্তিতে ফেলে তিনি অভিযোগ করেছিলেন, বিচারপতিদের উপর মামলার বোঝা কমাতে সরকার কিছুই করছে না।

এক বছর পরে আজ সেই সুপ্রিম কোর্টের অনুষ্ঠানেই নরেন্দ্র মোদী ছুটি কাটছাঁট করে কাজ করার জন্য দরাজ গলায় বিচারপতিদের প্রশংসা করলেন। আজ থেকেই সুপ্রিম কোর্টে গরমের ছুটি শুরু হয়েছে। কিন্তু এ বারই প্রথম ছুটির মধ্যেও দু’টি সাংবিধানিক বেঞ্চে মামলার শুনানি হবে। যার মধ্যে মোদী তথা বিজেপি-র জন্য রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ তিন তালাকের মামলাও রয়েছে।

আজ প্রধানমন্ত্রী বলেন, ‘‘মামলা শোনার জন্য বিচারপতিরা যে ভাবে ছুটি কাটছাঁট করেছেন, তা দেখে আমি খুশি।’’ আজ বুদ্ধ পূর্ণিমার ছুটির দিনেই সুপ্রিম কোর্টে ডিজিটাল পদ্ধতিতে মামলা দায়ের করার ব্যবস্থা চালু হয়েছে। এই কাজটি ছুটির দিনেও হচ্ছে দেখে মোদী বলেন, ‘‘দেশ বদলাচ্ছে। এর নমুনা হল ছুটির দিনেও আমরা কাজ করছি।’’

আরও পড়ুন: সবার প্রিয় উমর খেলাতেও তুখোড়, জুনেই ছিল জন্মদিন

অনেকেরই মতে, এক বছর আগে বিচার বিভাগের সঙ্গে মোদী সরকারের যে দূরত্ব ছিল, এখন তা অনেকটাই কমেছে। এখনও যদিও বিচারপতি নিয়োগে কলেজিয়াম ব্যবস্থায় শেষ কথা বলার অধিকার কার হাতে থাকবে, তা নিয়ে টানাপড়েন অব্যাহত। কিন্তু কলেজিয়ামের সুপারিশ অনুযায়ী যথেষ্ট সংখ্যায় বিচারপতি নিয়োগে ছাড়পত্র দিয়েছে মোদী সরকার। আজও সরকার ও বিচারবিভাগ, দু’তরফেই দূরত্ব কমানোর প্রচেষ্টা দেখা গিয়েছে। প্রধান বিচারপতি জে এস খেহর মোদীর প্রশংসা করে বলেন, কোনও অনুষ্ঠানের তিন মাস আগে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে হয়। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী আসতে রাজি হয়ে যান।

এখন থেকে মামলা করার ক্ষেত্রে নতুন ব্যবস্থা চালু হয়েছে সুপ্রিম কোর্টে। এত দিন শীর্ষ আদালতে মামলা ই-ফাইল করার ব্যবস্থা ছিল। এ বার চালু হল ডিজিটাল ফাইলের ব্যবস্থা। যেখানে হাইকোর্টের কোনও মামলা সুপ্রিম কোর্টে এলে শুধু মামলা করার পক্ষে যুক্তি জমা দিলেই চলবে। অন্যান্য নথি হাইকোর্ট থেকেই সরাসরি চলে আসবে। মোটা মোটা নথি আর জমা দিতে হবে না। সুপ্রিম কোর্টকে কাগজমুক্ত করতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলেই প্রধান বিচারপতির দাবি। গরমের ছুটির পরে আদালত খুললেই এই ব্যবস্থা চালু হয়ে যাবে। ধাপে ধাপে ২৪টি হাইকোর্ট ও নিম্ন আদালতগুলিও এই ব্যবস্থার সঙ্গে জুড়বে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narenfra Modi PM India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE