Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কাশ্মীরে আরও তল্লাশি

সন্ত্রাসবাদীদের আর্থিক মদত দেওয়ার অভিযোগে আগেও বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে এনআইএ। গ্রেফতার করা হয়েছে আট বিচ্ছিন্নতাবাদী নেতাকে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শ্রীনগর শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৭ ১২:২০
Share: Save:

সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার অভিযোগ উঠেছে জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের বিরুদ্ধে। সেই ঘটনার তদন্তে বুধবার জম্মু-কাশ্মীরের ১২টি জায়গায় তল্লাশি চালাল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। গোপন সূত্রে খবর পেয়ে এনআইএ-র তদন্তকারীরা শ্রীনগর, বারামুলা, হান্দওয়ারার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে। সূত্রের খবর, আজ শ্রীনগরের প্রভাবশালী ব্যবসায়ী জাহুর ওয়াতালির আত্মীয়, বন্ধুদের বাড়িতেও তল্লাশি চালিয়েছে এনআইএ। তাঁরা হুরিয়ত সমর্থক বলেই পরিচিত।

সন্ত্রাসবাদীদের আর্থিক মদত দেওয়ার অভিযোগে আগেও বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে এনআইএ। গ্রেফতার করা হয়েছে আট বিচ্ছিন্নতাবাদী নেতাকে। তাঁদের মধ্যে রয়েছেন হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানির জামাই ফান্টুশ গিলানি। তদন্তকারীদের অভিযোগ, এই টাকা আসছে পাকিস্তান থেকে।

এর মধ্যেই জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানের লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘনও চলছে। ৭ অগস্ট উরি সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছিল পাকিস্তান। জখম হয়েছিলেন ভারতীয় জওয়ান নরেন্দ্র সিংহ। এ দিন তাঁর মৃত্যু হয়েছে তাঁর। ৪৩ বছরের নরেন্দ্র উত্তরাখণ্ডের হরিপুর গ্রামের বাসিন্দা। এ দিনও ফের জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় ভারতীয় সেনা শিবির লক্ষ করে মর্টার ছোড়ে পাক সেনা। জবাব দেয় ভারতও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kashmir Lashkar NIA কাশ্মীর
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE