Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Motli Ba

১০৬ বছর বয়সে ভোট দিলেন ডাণ্ডি অভিযানে অংশ নেওয়া মোতলি বা

নির্বাচন কমিশনের হিসেব বলছে তিনিই দেশের অন্যতম প্রবীণ ভোটার।

ভোট দেওয়ার পর মোতলি বা। ছবি অল ইন্ডিয়া রেডিও’র টুইটারের সৌজন্যে।

ভোট দেওয়ার পর মোতলি বা। ছবি অল ইন্ডিয়া রেডিও’র টুইটারের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৭ ১৮:৪৫
Share: Save:

গাঁধীজির ডাকে সে দিন পথে নেমেছিলেন। ব্রিটিশ শাসনের প্রতিবাদে পা মিলিয়েছিলেন ঐতিহাসিক ডাণ্ডি অভিযানে।

মাঝে কেটে গিয়েছে ৮৭টি বছর। সে দিনের ১৯ বছরের যুবতী আজ বার্ধক্যের ভারে ন্যুব্জ। অবলম্বন ছাড়া ঠিক মতো চলাফেরাও করতে পারেন না। দৃষ্টিও ঝাপসা হয়েছে। কিন্তু, শরীরের সেই ‘দুর্বলতা’ ছাপ ফেলেনি মোতলি বায়ের মনের জোরে।

সেই জোরেই নাগরিক দায়িত্ব পালনে আজও সমান সক্রিয় সুরতের ১০৬ বছরের এই বৃদ্ধা। সরাসরি বুথে গিয়ে ভোট দিলেন। সঙ্গে তাঁর পরিবারের জনাকয়েক সদস্য। তাঁদের সঙ্গেই তো ভোট দিতে এসেছিলেন। ভোট দেওয়ার পর রীতিমতো বাঁ হাতের তর্জনি তুলে প্রমাণও দিলেন— আঙুলে কালির ছাপ। গুজরাতের প্রথম দফার ভোটে তিনি তখন যেন ভিআইপি। বুথের বাইরে তাঁকে ঘিরে চলল ফোটোসেশনও।

আরও পড়ুন: ইভিএম অভিযোগ নিয়েই মিটল গুজরাতের প্রথম দফার ভোট

কাকে ভোট দিলেন? সে প্রশ্নের কোনও জবাব মেলেনি। কিন্তু, নির্বাচন কমিশনের হিসেব বলছে তিনিই দেশের অন্যতম প্রবীণ ভোটার।

গুজরাত নির্বাচন নিয়ে সব খবর পড়তে এখানে ক্লিক করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE