Advertisement
২৬ এপ্রিল ২০২৪

শিনা কাণ্ডে ফের জেরা পিটারের

শিনা বরা হত্যাকাণ্ডের তদন্তে বুধবারই তাঁকে ম্যারাথন জেরা করেছিল মুম্বই পুলিশ। সকাল থেকে শুরু হওয়া দীর্ঘ জেরার পর বারো ঘণ্টা কাটার আগেই ফের প্রাক্তন স্টার কর্তা পিটার মুখোপাধ্যায়কে তলব করার সিদ্ধান্ত নিল পুলিশ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৫ ১০:৪৫
Share: Save:

শিনা বরা হত্যাকাণ্ডের তদন্তে বুধবারই তাঁকে ম্যারাথন জেরা করেছিল মুম্বই পুলিশ। সকাল থেকে শুরু হওয়া দীর্ঘ জেরার পর বারো ঘণ্টা কাটার আগেই ফের প্রাক্তন স্টার কর্তা পিটার মুখোপাধ্যায়কে তলব করার সিদ্ধান্ত নিল পুলিশ।

বুধবার কখনও ইন্দ্রাণীর সঙ্গে মুখোমুখি বসিয়ে, কখনও বা একা তাঁকে প্রায় বারো ঘণ্টা জেরা করা হয়। জেরায় স্বামী-স্ত্রীর মধ্যে বাদানুবাদও হয়। সূত্রের খবর, পিটার এবং ইন্দ্রাণীকে দু’টি আলাদা প্রশ্নপত্র দেওয়া হয়। মূলত আইএনএক্স মিডিয়া এবং মুখোপাধ্যায় দম্পতির বিনিয়োগ সংক্রান্ত প্রশ্নই ছিল সেখানে। সেই প্রশ্নের উত্তরগুলি রাতভর মিলিয়ে দেখেন তদন্তকারীরা। সেখানে দু’জনের বক্তব্যে কিছু অমিল দেখা দেওয়ায় ফের পিটারকে জেরা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের এক আধিকারিক এ দিন বলন, “আইএনএক্স মিডিয়ায় আর্থিক কেলেঙ্কারি নিয়ে পিটার এবং ইন্দ্রাণীর বক্তব্য মিলিয়ে দেখার কাজ চলছে। সেই সূত্রেই ফের পিটার মুখোপাধ্যায়কে তলব।” এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ খার থানায় আসেন পিটার।

ইতিমধ্যে কালিনার ফরেন্সিক ল্যাবরেটরিতে রায়গড়ের জঙ্গলে উদ্ধার হওয়া দেহাংশের সঙ্গে ইন্দ্রাণীর ডিএনএ মেলানোর কাজ শুরু হয়েছে। সেই পরীক্ষার ফল পাওয়া গেলে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে আশা করছেন তদন্তকারীরা। গতকালই পুলিশ ওরলিতে পিটারের ফ্ল্যাট থেকে একাধিক নথি এবং একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে। কলকাতা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে সঞ্জীব খন্নার ল্যাপটপও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE