Advertisement
০২ মে ২০২৪

এনডিএ একাই বাছবে রাষ্ট্রপতি

পরের বছর রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকেই জিতিয়ে আনতে পারবে এনডিএ।পাঁচ রাজ্যের বিধানসভা ভোট ও সদ্য হওয়া রাজ্যসভা নির্বাচনের পর বিজেপি নেতৃত্ব এখন কিছুটা স্বস্তিতে। রাজ্যসভায় কংগ্রেসের সঙ্গে ব্যবধানও অনেকটা কমিয়ে আনতে পেরেছে।

দিগন্ত বন্দ্যোপাধ্যায়
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ জুন ২০১৬ ১০:২৯
Share: Save:

পরের বছর রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকেই জিতিয়ে আনতে পারবে এনডিএ।

পাঁচ রাজ্যের বিধানসভা ভোট ও সদ্য হওয়া রাজ্যসভা নির্বাচনের পর বিজেপি নেতৃত্ব এখন কিছুটা স্বস্তিতে। রাজ্যসভায় কংগ্রেসের সঙ্গে ব্যবধানও অনেকটা কমিয়ে আনতে পেরেছে। আগামী বছর রাষ্ট্রপতি নির্বাচনে দল ও শরিকদের শক্তি কত দাঁড়াচ্ছে, সে হিসেবও ছকে ফেলেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। দলীয় সূত্রে খবর, দলের নেতাদের অমিত জানিয়েছেন, এই মুহূর্তে রাষ্ট্রপতি নির্বাচন হলে এনডিএ অনায়াসে তাদের প্রার্থীকে জিতিয়ে আনতে পারবে। এনডিএর কাছে অতিরিক্ত ২২,০৭৮টি ভোট থাকায় অন্য কোনও দলের কাছেই হাত পাততে হবে না। প্রার্থী নিয়ে বিরোধীদের সঙ্গে ঐকমত্যেরও কোনও প্রয়োজন নেই।

আগামী বছরও সাত রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। উত্তরাখণ্ড, পঞ্জাব, হিমাচলপ্রদেশ, গোয়া, গুজরাত, মণিপুর এবং উত্তরপ্রদেশ। রাষ্ট্রপতি নির্বাচন হবে আগামী বছর জুলাইয়ের মধ্যে। তার আগে অবশ্য উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যে কঠিন লড়াই আছে বিজেপির সামনে। দলের শীর্ষ সূত্রের মতে, উত্তরপ্রদেশে গত বিধানসভা ভোটে রাজ্যের ৪০৩টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল মাত্র ৪৭টি। কিন্তু এর পরে ২০১৪ সালে লোকসভা নির্বাচনে ৮০টির মধ্যে ৭৩টি আসনই গেরুয়া শিবির ছিনিয়ে নেয়। ফলে পরিস্থিতি পাল্টেছে। গত বারের থেকে আরও ভাল ফল হওয়ার আশা বিজেপির। নরেন্দ্র মোদী, অমিত শাহের নেতৃত্বে ফের লখনউ হাতে আসতে পারে তাদের। তাতে রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএর সংখ্যাটি আরও বাড়বে।

দলের এক নেতার কথায়, আগের রাষ্ট্রপতি নির্বাচনগুলির সঙ্গে তুলনা করলে, বিজেপি ও এনডিএ-র হাতে সাংসদ-সংখ্যা এখন সব থেকে বেশি। আগে কখনও এত জন বিধায়কও ছিল না বিজেপির। তা ছাড়া, দলকে এখন অটলবিহারী বাজেপেয়ীর জমানার মতো দু’ডজন শরিক নিয়ে চলতে হয় না। শক্তিতেও শরিকরা এখন বিজেপির চেয়ে ঢের পিছিয়ে। ফলে বিজেপিকেই এ বারে স্থির করতে হবে, প্রার্থী কাকে করা হবে। তবে গত কয়েকটি নির্বাচনে দেখা গিয়েছে, শরিক শিবসেনা এনডিএ-র বিপক্ষে গিয়ে বিরোধীদের প্রার্থীকে ভোট দিয়েছে। তারা ফের যাতে এমন কিছু না করে, তার জন্য এখন থেকেই সব শরিকের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করতে চান বিজেপি সভাপতি।

প্রার্থী হতে সক্রিয় হয়ে উঠেছেন অন্য অনেকেও। শরদ পওয়ার নিজেকে সর্বসম্মত মুখ হিসেবে তুলে ধরার চেষ্টা চালাচ্ছেন। বিজেপির মুরলীমনোহর জোশীও রাষ্ট্রপতি হওয়ার বাসনা নিয়ে কখনও প্রধানমন্ত্রী, কখনও বা নাগপুরে আরএসএস-প্রধান মোহন ভাগবতের দ্বারস্থ হচ্ছেন। সঙ্ঘের কিছু নেতা তাঁকে সমর্থনও করছেন এ ব্যাপারে। মাঝে উঠেছে অমিতাভ বচ্চনের নামও। পানামা কেলেঙ্কারিতে তাঁর নাম আসার পর আপাতত সেই আলোচনায় বিরতি পড়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

NDA president
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE