Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ক্যাশভ্যানে হামলা ঠেকাতে নতুন বিধি

খসড়া প্রস্তাবটিতে বলা হয়েছে, ‘গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে বেসরকারি নিরাপত্তায় থাকা ক্যাশভ্যানগুলিতে আক্রমণ এবং লুঠপাটের ঘটনা ঘটছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৭ ০৩:২২
Share: Save:

ক্যাশবাক্স ছিনতাই এবং মাওবাদী অধ্যুষিত এলাকার নৈরাজ্যের কথা মাথায় রেখে এক নতুন বিধি আনতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দেশের শহর এলাকায় রাত ৯টা, গ্রামাঞ্চলে সন্ধ্যা ছ’টা এবং মাওবাদী এলাকায় বিকেল চারটের মধ্যে এটিএম-এর ক্যাশবাক্স ভর্তি করে ফেলার বিষয়ে একটি নির্দেশিকা আনতে চলেছে কেন্দ্র। এ ব্যাপারে একটি খসড়া প্রস্তাবও তৈরি করে ফেলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। প্রস্তাবটি আপাতত কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। স্থির হয়েছে আগামী জানুয়ারি মাসে এটিএম-এর নিরাপত্তার দায়িত্বে থাকা সমস্ত নথিভুক্ত বেসরকারি এজেন্সিকে এই মর্মে নির্দেশিকা পাঠানো হবে।

খসড়া প্রস্তাবটিতে বলা হয়েছে, ‘গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে বেসরকারি নিরাপত্তায় থাকা ক্যাশভ্যানগুলিতে আক্রমণ এবং লুঠপাটের ঘটনা ঘটছে। এই ঘটনার কথা মাথায় রেখেই ‘প্রাইভেট সিকিওরিটি এজেন্সিস রেগুলেশন অ্যাক্ট’ অনুযায়ী কিছু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে।’

আরও পড়ুন: সংসদে কংগ্রেসের হাত এড়িয়ে চলবেন মমতা

শুধুমাত্র ক্যাশবাক্স ভরার সময় বেঁধে দেওয়াই নয়, আরও কিছু নিরাপত্তাবিধি আরোপ করা হচ্ছে। ক্যাশভ্যানগুলিতে লাইভ জিপিএস ট্র্যাকিংয়ের ব্যবস্থা, অন্তত ৩০ দিনের পুরনো ফুটেজ ধরে রাখা যায় এমন সিসিটিভি রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। ভ্যানগুলিতে থাকবে হুটার, জরুরি প্রয়োজনের জন্য আলো ও আগুন নেভানোর ব্যবস্থা। গাড়ির চালক এবং ক্যাশবাক্সের দু’জন রক্ষক ছাড়াও থাকবেন অন্তত দু’জন প্রশিক্ষিত সশস্ত্র নিরাপত্তা কর্মী। যাঁরা গাড়িতে থাকবেন তাদের পুরনো রেকর্ড আগেই খতিয়ে দেখে রাখতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের বক্তব্য, গোটা দেশে ৮ হাজারের বেশি ক্যাশভ্যান রয়েছে যেগুলি প্রতি দিন প্রায় ১৫ হাজার কোটি টাকার নোট এটিএম-গুলিতে পৌঁছে দেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

attack Cash Van Rules ATM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE