Advertisement
২০ এপ্রিল ২০২৪

দেশ ছাড়ার প্রশ্নই নেই, তবে যা বলেছি এখনও তাই বলব, বললেন আমির

দেশজোড়া বিতর্কের মুখে পড়ে নিজের অবস্থান স্পষ্ট ভাবে জানালেন আমির খান। বললেন, ‘‘দেশ ছাড়ার কথা এক বারও বলিনি। আমার স্ত্রী কিরণও সে কথা বলেননি।’’ কেন এই উলটপূরাণ?

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৫ ১৬:৫৬
Share: Save:

দেশজোড়া বিতর্কের মুখে পড়ে নিজের অবস্থান স্পষ্ট ভাবে জানালেন আমির খান। বললেন, ‘‘দেশ ছাড়ার কথা এক বারও বলিনি। আমার স্ত্রী কিরণও সে কথা বলেননি।’’

কেন এই উলটপূরাণ?

সোমবারই অসহিষ্ণুতা প্রশ্নে প্রকাশ্যে মুখ খুলেছিলেন আমির খান। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তাঁর স্ত্রী কিরণ রাও আশঙ্কা প্রকাশ করেছেন দেশ ছাড়তে হতে পারে বলে। তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয় গোটা দেশে। উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনীতির আঙিনা। তীব্র বিতর্ক শুরু হয় বলিউডের অন্দরেও। আমিরের পাশে দাঁড়ানোর ইঙ্গিত কেউ কেউ দিলেও, আক্রমণই সহ্য করতে হচ্ছিল বেশি। এমনকী তসলিমা নাসরিনও আমির খানের এই মন্তব্যের সমালোচনায় মুখর হন। অবশেষে, মন্তব্যের ৪৮ ঘণ্টা কাটার আগেই আমির বললেন, তাঁর মন্তব্যকে ইচ্ছাকৃত বিকৃত করা হচ্ছে।

তিনি এ দিন বলেছেন, ‘‘আমার বা আমার স্ত্রী কিরণের দেশ ছাড়ার কোনও ইচ্ছা নেই। কখনও তেমন ভাবনা মনে আসেনি। ভবিষ্যতেও আসবে না। যাঁরা আমার মন্তব্যের উল্টো মানে করছেন, তাঁরা হয় আমার সাক্ষাৎকার দেখননি, না হলে ইচ্ছাকৃত আমার বক্তব্যকে বিকৃত করছেন।’’ আমির আরও জানান, অকারণে তাঁকে যে পরিমাণ আক্রমণের শিকার হতে হল, তাতে তিনি খুবই দুঃখ পেয়েছেন।

এই সংক্রান্ত আরও খবর.....

• আমিরি বচনে বিতর্কের বান, জলঘোলা দেশত্যাগ নিয়েই

• অসহিষ্ণুতার প্রশ্নে আমিরের পাশে রহমান

• ডিজিটাল ময়দানেও কোণঠাসা করার চেষ্টা আমিরকে

আসলে দেশজোড়া বিতর্কের মুখে পড়ে আমির নিজের অবস্থান থেকে কিছুটা পিছু হঠতে বাধ্য হলেন বলে অনেকে মনে করছেন। তবে আমির খান এ দিন বলেন, তিনি যা বলেছেন, এখনও তিনি সেই অবস্থানেই অনড়। যে মন্তব্য তিনি করেছেন বলে প্রচার হচ্ছে, ঠিক সে রকম কথা তিনি বলেননি বলে বলিউড সুপারস্টার এ দিন দাবি করেন। তাঁর কথায়, ‘‘যাঁরা আমাকে দেশবিরোধী বলছেন, তাঁদের জানিয়ে দিতে চাই, একজন ভারতীয় হিসেবে আমি গর্বিত। তার জন্য আমার কারও কাছ থেকে অনুমতি বা মান্যতার দরকার নেই।’’

পড়ুন আমির খানের পূর্ণ বিবৃতি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE