Advertisement
২৭ এপ্রিল ২০২৪

এটা কেরলের পার্টি নয়, গর্জন সীতার

কেরলে সিপিএমের রাজ্য সম্মেলনে গিয়ে সাধারণ সম্পাদকের কড়া ভাষায় হুঁশিয়ারি, ‘‘এটা সিপিআই-এম। কমিউনিস্ট পার্টি অব কেরল মার্ক্সিস্ট নয়।’’ কেরলের কথাতেই যে দলের নীতি ঠিক হবে না, ওই রুদ্ধদ্বার বৈঠকে তা সাফ বুঝিয়ে ইয়েচুরি আরও বলেছেন, ‘‘সিপিএমে একটি রাজ্যের পরিস্থিতির ভিত্তিতে সিদ্ধান্ত হয় না।’’

সীতারাম ইয়েচুরি

সীতারাম ইয়েচুরি

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৪২
Share: Save:

প্রকাশ কারাটের ঘরের মাঠেই তাঁর অনুগামীদের তোপ দাগলেন সীতারাম ইয়েচুরি।

কেরলে সিপিএমের রাজ্য সম্মেলনে গিয়ে সাধারণ সম্পাদকের কড়া ভাষায় হুঁশিয়ারি, ‘‘এটা সিপিআই-এম। কমিউনিস্ট পার্টি অব কেরল মার্ক্সিস্ট নয়।’’ কেরলের কথাতেই যে দলের নীতি ঠিক হবে না, ওই রুদ্ধদ্বার বৈঠকে তা সাফ বুঝিয়ে ইয়েচুরি আরও বলেছেন, ‘‘সিপিএমে একটি রাজ্যের পরিস্থিতির ভিত্তিতে সিদ্ধান্ত হয় না।’’

কংগ্রেসের সঙ্গে জোট করতে চাইছেন বলে রাজ্য সম্মেলনে ইয়েচুরির সামনেই তাঁর সমালোচনা করেছিলেন কারাট এবং পিনারাই বিজয়নের অনুগামী কেরলের নেতারা। যুক্তি ছিল, কেরলে কংগ্রেসই সিপিএমের প্রধান প্রতিদ্বন্দ্বী। তা সত্ত্বেও সাধারণ সম্পাদক কংগ্রেসের সঙ্গে জোটের কথা বলছেন। তার জবাবেই আজ ইয়েচুরি যুক্তি দেন, ‘‘আমি কখনওই কংগ্রেসের সঙ্গে জোটের কথা বলিনি। রণকৌশলগত বোঝাপড়ার কথা বলেছি। কংগ্রেস কেরলে সিপিএমের প্রধান শত্রু হতে পারে। জাতীয় স্তরে তা নয়। সেখানে আরএসএসের হিন্দু রাষ্ট্র তৈরির চেষ্টা রোখা দরকার।’’

ইয়েচুরিকে সব থেকে বেশি আক্রমণ করেছিলেন কেরলের নেতা এ এন শামসির এবং মহম্মদ রিয়াজ। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাইয়ের আস্থাভাজন বলে পরিচিত দুই নেতার যুক্তি ছিল, বিজেপি পার্টির সামনে বিপদ নয়। তাঁদের নাম করে ইয়েচুরি বলেছেন, দুই কমরেডকে ফের পার্টির কর্মসূচি পড়তে হবে। সেখানেই বিজেপিকে ‘দলের বিপদ’ বলা হয়েছে। পলিটব্যুরো-কেন্দ্রীয় কমিটিতে তাঁর রাজনৈতিক লাইন হেরে গেলেও তিনি যে পার্টি কংগ্রেস পর্যন্ত হার মানতে রাজি নন, তা বুঝিয়ে দিয়েছেন ইয়েচুরি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE