Advertisement
০৫ মে ২০২৪

তিন তালাকের সমর্থনে মিছিল

তিন তালাকের সমর্থনে হাইলাকান্দির অফিসপাড়ায় বিক্ষোভ মিছিলে সামিল হলেন মহিলারা। আজ জামাত-ই-ইসলামি হিন্দের মহিলা শাখার বরাক শাখার সদস্যরা শহরের রাস্তায় মিছিল করেন।

তিন তালাকের সমর্থনে মিছিল। সোমবার করিমগঞ্জে শীর্ষেন্দু সী-র তোলা ছবি।

তিন তালাকের সমর্থনে মিছিল। সোমবার করিমগঞ্জে শীর্ষেন্দু সী-র তোলা ছবি।

নিজস্ব সংবাদদাতা
হাইলাকান্দি শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৬ ০২:২৬
Share: Save:

তিন তালাকের সমর্থনে হাইলাকান্দির অফিসপাড়ায় বিক্ষোভ মিছিলে সামিল হলেন মহিলারা।

আজ জামাত-ই-ইসলামি হিন্দের মহিলা শাখার বরাক শাখার সদস্যরা শহরের রাস্তায় মিছিল করেন। জেলাশাসকের মাধ্যমে রাষ্ট্রপতিকে স্মারকপত্র পাঠানো হয়। তিন তালাক প্রথা বহাল রাখা এবং অভিন্ন দেওয়ানি বিধি চালুর বিরোধিতা করেন তাঁরা।

স্মারকপত্রে এ বিষয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করা হয়েছে। বিক্ষোভকারীদের বক্তব্য, অশিক্ষা এবং অনগ্রসরতার জেরে ধর্মের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। সরকারের দায়িত্ব এ নিয়ে শিক্ষা ও সচেতনতা বাড়ানো। শরিয়তি আইন মুসলিমদের পর্যাপ্ত নিরাপত্তা এবং অধিকার দিয়েছে, তাই তাতে পরিবর্তনের প্রয়োজন নেই বলে উল্লেখ করেন জামাত-ই-ইসলামি হিন্দের মহিলা সদস্যরা। বিক্ষোভে সামিল আনোয়ারা বেগম, জাহানারা বেগম জানান, ধর্মীয় বিধান মেনেই তিন তালাক প্রথা চালু রয়েছে। কোনও ভাবে তা বাতিল করতে দেওয়া হবে না। সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে করিমগঞ্জের ভাঙ্গাতেও এ দিন মিছিল করেন সংখ্যালঘু মহিলারা। তাঁরাও তিন তালাকের পক্ষে সওয়াল করেন। মাদ্রাসা ছাত্র সংগঠন আমসু-র ওই মিছিলে সামিল ছিলেন স্কুল-কলেজের পড়ুয়া, স্থানীয় মহিলারা। অভিন্ন দেওয়ানি বিধির পক্ষেও স্লোগান দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Triple talaq
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE