Advertisement
২৭ এপ্রিল ২০২৪
National news

যৌন সম্পর্কের বিনিময়ে তামিলনাড়ুর কলেজে মিলবে ডিগ্রি! অভিযুক্ত কলেজ শিক্ষিকা

রবিবার সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছে সেই সেই কথোপকথনের অডিও রেকর্ডিং। এর পরই শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৮ ১১:৪৩
Share: Save:

আর্থিক লাভ তো রয়েছেই। সঙ্গে মিলবে শিক্ষাগত ক্ষেত্রে অনেক দূর যাওয়ার বিষয়েও সাহায্য। তবে শর্ত একটাই। তার জন্য মাদুরাই বিশ্ববিদ্যালয়ের এক শীর্ষ কর্তার জন্য ‘বিশেষ কিছু’ করতে হবে। অভিযোগ, তামিলনাড়ুর একটি বেসরকারি কলেজের এক শিক্ষিকা এমনই প্রস্তাব দিয়েছেন ওই কলেজে পাঠরত চার ছাত্রীকে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন ওই অধ্যাপিকা।

রবিবার সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছে সেই সেই কথোপকথনের অডিয়ো রেকর্ডিং। এর পরই শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার পরিবর্তে যৌন প্রস্তাব দেওয়ার অভিযোগে পুলিশের কাছে নালিশ জানিয়েছে ওই চার ছাত্রী। এর পর থেকে তুমুল অস্বস্তিতে কলেজ কর্তৃপক্ষ। ঘটনার পর সোমবার ওই কলেজ শিক্ষিকাকে আটক করেছে পুলিশ। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়ে কমিটি গড়েছেন তামিলনাড়ুর রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত। ঘটনাচক্রে, যদিও রাজ্যপালের ঘনিষ্ঠ বলে পরিচিতি রয়েছে ওই শিক্ষিকার। তবে ওই শিক্ষিকাকে চেনেন না বলে দাবি করেছেন রাজ্যপাল। তাঁর কথায়, “ওই মহিলাকে চিনি না... আমি রাজনীতির ঊর্ধ্বে। যদি কেউ দোষী সাব্যস্ত হয়, তবে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের পরই আসল ঘটনাটা জানা যাবে।”

বিরুধুনগর জেলার ওই বেসরকারি কলেজে প্রায় এক দশক ধরে অঙ্ক পড়াচ্ছেন নির্মলা দেবী। তাঁর বিরুদ্ধেই ওই অভিযোগ এনেছে কলেজের চার জন ছাত্রী। মাদুরাই কামরাজ বিশ্ববিদ্যালয়ে অধীনস্থ এক শীর্ষ কর্তার জন্য বিশেষ কিছু করার প্রস্তাবের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ফাঁস হওয়া অডিয়ো টেপ-এ শোনা গিয়েছে, ওই ছাত্রীদের নির্মলা দেবী বলছেন, “অ্যাকাডেমিক লেভেলে আমি তোমাদের অনেক দূর নিয়ে যেতে পারি, এ কথা আমি নিশ্চিত ভাবে বলতে পারি।” সেই সঙ্গে ওই শীর্ষ কর্তার উল্লেখ করে তিনি আরও বলছেন, “তিনি অনেক বড় কর্তা। আমি এটা দেখব যাতে তোমাদের নম্বরে (পরীক্ষার) কোনও হেরফের না হয়। আর্থিক ভাবে, এমনকী অ্যাকাডেমিক সার্পোটও পাবে।” এর পর শোনা গিয়েছে, ওই প্রস্তাবে রাজি হচ্ছেন না কলেজ ছাত্রীরা। তাতে নির্মলা দেবী বলছেন, “তোমরা এখনও ছোট আছো। ভাইস চ্যান্সেলরের মতো পদে যেতে গেলেও তো রাজনৈতিক প্রভাব লাগে।” ওই প্রস্তাবের কথা বিবেচনা করার জন্য ছাত্রীদের এক সপ্তাহ সময়ও দিয়েছেন নির্মলা দেবী। ওই অডিয়ো টেপে-এ তাঁর স্বরই শোনা যাচ্ছে বলে স্বীকার করেছেন তিনি। তবে বিষয়টি নিয়ে ছাত্রীরা ভুল বুঝেছে বলে দাবি করেছেন নির্মলা দেবী।

আরও পড়ুন
রোহতকে বস্তায় বালিকার দেহ, কাটা হাত, যৌনাঙ্গে ক্ষত

ছাত্রীদের যৌন প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার করেছেন মাদুরাই কামরাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। তাঁদের মতে, বিশ্ববিদ্যালয়ের বদনাম করানোর জন্যই এমন বিতর্ক তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পি পি চেল্লাথুরাই বলেন, “যে কোনও ব্যক্তিই যে কারও নাম নিতে পারেন। তার মানে এই নয় যে, সব সত্যি হয়ে যাবে। এ রকমের কোনও অভিযোগ পেলে আমরা অবশ্যই তা তদন্ত করে দেখব। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারকে আমি পুলিশে অভিযোগ করতে নির্দেশ দেব।”

আরও পড়ুন
সুরাত: আটকে রেখে ধর্ষণ করেই খুন

ওই বেসরকারি কলেজ কর্তৃপক্ষ অবশ্য দাবি করেছেন, নির্মলা দেবীকে গত ২১ মার্চেই সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। তবে তাতেও ক্ষোভের আগুন নেভেনি। নির্মলা দেবীর গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন পড়ুয়ারা। গত কাল কলেজের সামনে বিক্ষোভও দেখান তাঁরা। গোটা বিষয়ে সিবিআই তদন্তের দাবিতে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী নেতা এম কে স্ট্যালিন। ডিএমকে নেতা স্ট্যালিন বলেন, “পড়ুয়াদের শিক্ষার আলো দেন শিক্ষক। তিনিই এ ধরনের কাজ করে তাঁদের জীবন নষ্ট করার চেষ্টা করছেন! হাইকোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত করা উচিত।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE