Advertisement
২৬ এপ্রিল ২০২৪
প্রার্থী হলেন শিবপালও

জোট নিয়ে স্নায়ুযুদ্ধে অখিলেশ-রাহুল

দীর্ঘ টানাপড়েন ও নাটকের পরে অবশেষে অখিলেশ যাদবের প্রকাশ করা সমাজবাদী পার্টির প্রার্থী তালিকায় জায়গা মিলল শিবপাল যাদবের। কিন্তু প্রার্থী তালিকা নিয়েই কংগ্রেসের সঙ্গে অখিলেশের স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গেল। লখনউয়ে আজ যে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন অখিলেশ, তাতে অন্তত ন’টি আসন এমন রয়েছে, গত বিধানসভা ভোটে যেখানে জিতেছিল কংগ্রেস।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৭ ০৩:২৬
Share: Save:

দীর্ঘ টানাপড়েন ও নাটকের পরে অবশেষে অখিলেশ যাদবের প্রকাশ করা সমাজবাদী পার্টির প্রার্থী তালিকায় জায়গা মিলল শিবপাল যাদবের। কিন্তু প্রার্থী তালিকা নিয়েই কংগ্রেসের সঙ্গে অখিলেশের স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গেল। লখনউয়ে আজ যে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন অখিলেশ, তাতে অন্তত ন’টি আসন এমন রয়েছে, গত বিধানসভা ভোটে যেখানে জিতেছিল কংগ্রেস। এমনকী, রাহুল ও সনিয়া গাঁধীর অমেঠী ও রায়বরেলী লোকসভা কেন্দ্রের ভিতরে কংগ্রেসের জেতা বিধানসভা আসনগুলিও এ বার ছাড়তে চাননি অখিলেশ। ফলে সমাজবাদী পার্টির লড়াই আপাতত কম হলেও জোট নিয়ে কংগ্রেস ও সমাজবাদী পার্টির শেষ মুহূর্তের স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে।

ঘটনার মোড় আজ ঘুরে যায় যখন অখিলেশ নাটকীয় ভাবে কংগ্রেসকে ছাড়াই ১৯১টি আসনের প্রার্থী ঘোষণা করে দেন। পরে আরও ১৮টি কেন্দ্রে প্রার্থীর নাম জানায় সমাজবাদী পার্টি। অখিলেশের তালিকায় কংগ্রেসের জেতা ৯টি আসন থাকার খবর পেয়েই দিল্লিতে জরুরি বৈঠকে বসেন রাহুল ও প্রিয়ঙ্কা। কংগ্রেসের পক্ষে অজয় মাকেন বলেন, ‘‘আসন ঘোষণা নিয়ে আমাদের কিছু আপত্তি রয়েছে। অখিলেশের সঙ্গে কথা বলে সেগুলি ঠিক করে নেওয়া হবে।’’ যদিও সমাজবাদী পার্টিও জানিয়েছে, প্রয়োজনে ঘোষিত প্রার্থীকে সরিয়ে কংগ্রেসকে আসন ছাড়তে রাজি আছে তারা।

তবে আজ দিনভর জোট-জটিলতার নাটকে ডুবে ছিল অখিলেশ ও রাহুলের দল। বিকেলে আনুষ্ঠানিক ভাবে জোট ঘোষণা করতে লখনউ পৌঁছে গিয়েছিলেন রাজ বব্বর। কিন্তু রায়বরেলী ও অমেঠী আসন নিয়ে জটিলতা হওয়ায় ক্ষুব্ধ কংগ্রেস হাইকম্যান্ড তাঁকে দিল্লি ফিরে আসার নির্দেশ দেন। এমনকী, রাজ লখনউ বিমানবন্দরেও পৌঁছে যান। পরে ফের হাইকম্যান্ডের নির্দেশে বিমানবন্দর থেকে ফিরে গিয়ে অখিলেশের সঙ্গে বৈঠকে বসেন তিনি। কিন্তু তার পরেও জট কাটার কোনও ইঙ্গিত নেই।

কংগ্রেস সূত্রের মতে, জোট নিয়ে রাহুল ও অখিলেশের সামগ্রিক কথাবার্তা হয়েছে। কিন্তু আসনভিত্তিক আলোচনায় বসে কংগ্রেস শিবির বেশ কিছু প্রশ্ন তুলছে। যেমন, আসনের মান। কংগ্রেস নেতৃত্বের মতে, সমাজবাদী পার্টি যে আসনগুলি দিতে চাইছে, তার অনেকগুলিতে জেতার সম্ভাবনা খুবই কম। টানাপড়েন রয়েছে আসন সংখ্যা নিয়েও। বিতর্ক আরও বাড়িয়েছেন সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ। আজ তিনি বলেন, গত বিধানসভা ভোটে কংগ্রেস ৫৪টি আসনে সমাজবাদীর থেকে এগিয়ে ছিল। তার উপর বড়জোর ৩০-৩৫টি আরও আসন বাড়ানো যেতে পারে। সমাজবাদী পার্টির একতরফা বক্তব্যে খুশি নয় কংগ্রেস। কংগ্রেসের এক নেতা বলেন, অন্তত ১০০টির বেশি আসন তাঁদের দিতে হবে। তাঁর দাবি, ১০০টির বেশি আসন ছাড়তে আগেই সম্মত হয়েছিল সমাজবাদী পার্টি। বিশেষ করে অজিত সিংহের রাষ্ট্রীয় লোকদলের সঙ্গেও জোট গড়তে চাইছেন না অখিলেশ। জোট গড়লে কংগ্রেসের সঙ্গে আলাদা করে গড়ার পরামর্শ দিচ্ছেন। এই পরিস্থিতিতে হঠাৎ কেন সপা নেতৃত্ব সুর বদলাচ্ছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে কংগ্রেস শিবিরে। তবে জোট হবে এই আশা দুই শিবিরেই।

জোট-জটিলতার মধ্যেই অখিলেশের তালিকায় অন্যতম চমক হল শিবপালের অন্তর্ভুক্তি। কাকাকে যশবন্তনগর আসনে টিকিট দিয়েছেন অখিলেশ। অবশ্য এ যাত্রা টিকিট পাননি শিবপালের ছেলে আদিত্য। এরই মধ্যে রবিবার মুলায়মকে দিয়ে সমাজবাদী পার্টির ইস্তাহারও প্রকাশ করাতে চলেছেন অখিলেশ। বাবার সঙ্গে কোনও সংঘাত নেই— সেটা বোঝানোই ছেলের উদ্দেশ্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Akhilesh yadav Rahul gandhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE