Advertisement
১১ মে ২০২৪

বরাক বঙ্গের আর্জি

আসাম বিশ্ববিদ্যালয়ে দক্ষিণ অসমের ইতিহাস, সমাজ-সংস্কৃতি অধ্যয়ন ও গবেষণায় গুরুত্ব দিতে অনুরোধ জানাল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন।

নিজস্ব সংবাদদাতা
শিলচর শেষ আপডেট: ৩০ মে ২০১৬ ০৩:২৪
Share: Save:

আসাম বিশ্ববিদ্যালয়ে দক্ষিণ অসমের ইতিহাস, সমাজ-সংস্কৃতি অধ্যয়ন ও গবেষণায় গুরুত্ব দিতে অনুরোধ জানাল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। সংস্থার এক প্রতিনিধি দল উপাচার্য দিলীপচন্দ্র নাথের সঙ্গে দেখা করে এই দাবিতে স্মারকপত্র প্রদান করে। তাঁরা উপাচার্যকে বলেন, একটি আঞ্চলিক গবেষণা কেন্দ্র চালু করা গেলেই এই অঞ্চল নিয়ে গবেষকরা আকৃষ্ট হবেন। বেরিয়ে আসবে এখানকার নানা অনুদ্ঘাটিত তথ্য। ডিফু ক্যাম্পাসে বাংলা বিভাগ চালু, এই বছরেই পারফর্মিং আর্ট বিভাগে ছাত্রভর্তি শুরু করারও দাবি জানান তাঁরা। তাঁদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে রাজমোহন নাথের নামে বিশ্ববিদ্যালয়ে একটি চেয়ার প্রবর্তন, দ্রুত আইন বিভাগের ফল প্রকাশ। উপাচার্য বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দেন।

বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের প্রতিনিধি দলটিতে ছিলেন কাছাড় জেলা সমিতির সভাপতি তৈমুর রাজা চৌধুরী, সম্পাদক পরিতোষ দে, সৌরীন্দ্রকুমার ভট্টাচার্য, দীনেন্দ্রনারায়ণ বিশ্বাস ও অমলেন্দু ভট্টাচার্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Administration Research and Development
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE