Advertisement
২৭ এপ্রিল ২০২৪

তেজপুরের আকাশবাণী চত্বরে রয়্যাল বেঙ্গল

তেজপুরের আকাশবাণী কেন্দ্রের চত্বরে ঢুকে পড়ল একটি রয়্যাল বেঙ্গল টাইগার। অভূতপূর্ব এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শহরজুড়ে।

ছবি বনদফতরের সৌজন্যে।

ছবি বনদফতরের সৌজন্যে।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৫ ২০:২৪
Share: Save:

তেজপুরের আকাশবাণী কেন্দ্রের চত্বরে ঢুকে পড়ল একটি রয়্যাল বেঙ্গল টাইগার। অভূতপূর্ব এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শহরজুড়ে।

তেজপুরের এক দিকে ওরাং, অন্য দিকে কাজিরাঙা জাতীয় উদ্যান। তবে এ ভাবে আকাশবাণী চত্বরের ভিতরে বাঘ ঢুকে পড়ার ঘটনা আগে ঘটেনি। গত কাল বিকেলে আকাশবাণীর আবাসিক এলাকায় প্রথম বাঘটিকে দেখা গিয়েছিল। পরে তার ডাকও শোনা যায়। ভয়ে চত্বর ছেড়ে পালান কর্মীরা। বন দফতর আকাশবাণীর আশপাশে ক্যামেরা বসায়। তাতে বাঘের ছবিও ওঠে।

আজ সকাল থেকে ডিএফও নারায়ণ মহন্ত ও ডব্লিউটিআইয়ের কর্মী, চিকিত্সকরা বাঘ ধরতে ফাঁদ পাতেন। তবে সন্ধে পর্যন্ত বাঘটি খাঁচায় থাকা ছাগল খেতে আসেনি। বিকেল চারটে নাগাদ বাঘটিকে শেষ বার কর্মী-কোয়ার্টারের পাশে দেখা গিয়েছে বলে বনকর্তারা জানাচ্ছেন। কর্মী আবাসনের আবাসিকরা লাঠি হাতে বের হচ্ছেন। ছাত্রছাত্রীদের পাহারা দিয়ে ঘরে পৌঁছে দিয়ে আসছেন বনরক্ষীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE