Advertisement
২৭ এপ্রিল ২০২৪
National News

মারা গেলেন বিজ্ঞানী যশ পাল

পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পরে টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চে (টিআইএফআর)কর্মজীবন শুরু করেন তিনি। এর পর ১৯৫৮-এ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে টিআইএফআর-এ ফের কাজ শুরু করেন।

বিজ্ঞানের নানা ক্ষেত্রে যশ পালের অবদান অতুলনীয়। —ফাইল চিত্র।

বিজ্ঞানের নানা ক্ষেত্রে যশ পালের অবদান অতুলনীয়। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৭ ১০:৫২
Share: Save:

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী যশ পাল মারা গেলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০। সোমবার উত্তরপ্রদেশের নয়ডায় নিজের বাড়িতেই মারা গিয়েছেন তিনি। গত কয়েক বছর ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন যশ। মঙ্গলবার বিকেলে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। বিজ্ঞানের প্রচার ও প্রসারে আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতি ছিল এই বিজ্ঞানীর।

আরও পড়ুন

পর্বতকে টলানো সহজ, লাল ফৌজকে না, দিল্লিকে হুমকি বেজিঙের

১৯২৬ সালের ২৬ নভেম্বর বর্তমান পাকিস্তানের পঞ্জাব প্রদেশের জঙ্গ জেলায় যশের জন্ম। দেশ ভাগের পর এ দেশে চলে আসে তাঁর পরিবার। পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পরে টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চে (টিআইএফআর) কর্মজীবন শুরু করেন তিনি। এর পর ১৯৫৮-য় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে টিআইএফআর-এ ফের কাজ শুরু করেন।

১৯৭২-এ ডিপার্টমেন্ট অব স্পেস-এর সূচনা করে ভারত সরকার। সেই সময় আমদাবাদে স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের প্রথম ডিরেক্টর হিসেবে যোগ দেন তিনি। কসমিক রে, অ্যাস্ট্রোফিজিক্স-সহ বিজ্ঞানের নানা ক্ষেত্রে তাঁর অবদান রয়েছে। ১৯৭৬ সালে যশকে পদ্মভূষণ এবং ২০১৩-তে পদ্মবিভূষণে সম্মানিত করে ভারত সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Yash Pal Indian Scientist Padma Vibhushan Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE