Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আশায় শর্মিলা চানু

ত্রিপুরা সরকার সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ায়, মণিপুরে ‘সেভ শর্মিলা’ আন্দোলন জোরদার হল। মণিপুর সফররত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডি রাজাও জানালেন, মানবাধিকার বিরোধী দমনমূলক ওই আইনের পূনর্মূল্যায়ন করার সময় এসেছে।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ৩০ মে ২০১৫ ০২:৫১
Share: Save:

ত্রিপুরা সরকার সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ায়, মণিপুরে ‘সেভ শর্মিলা’ আন্দোলন জোরদার হল। মণিপুর সফররত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডি রাজাও জানালেন, মানবাধিকার বিরোধী দমনমূলক ওই আইনের পূনর্মূল্যায়ন করার সময় এসেছে।

ত্রিপুরায় ১৮ বছর পরে আফস্পা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইরম শর্মিলা চানু ও তাঁর অনুগামীরা ফের মণিপুর থেকে ওই আইন প্রত্যাহারের দাবি তুলেছেন। ইতিমধ্যে ‘সেভ শর্মিলা সলিডারিটি ক্যাম্পেন’ দেশজুড়ে জনমত সংগ্রহের কাজে নেমেছে। এ দিকে, প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে উত্তর-পূর্ব সফরে আসা সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সিপিআই সাংসদ ডি রাজা বলেন, ‘‘কাশ্মীর ও মণিপুরের মানুষ দীর্ঘ দিন ধরে মানবিকতা ও গণতন্ত্র বিরোধী এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। ত্রিপুরা পথ দেখাল। কেন্দ্রের উচিত এ নিয়ে আলোচনায় বসা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sharmila Chanu afspa tripura guwahati
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE