Advertisement
২৭ এপ্রিল ২০২৪

পাতিদার সংরক্ষণ নিয়ে জট কাটল না

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসকে সমর্থন করতে রাজি হলেও হার্দিক পটেল কংগ্রেসের থেকে ওবিসি কোটায় পাতিদারদের জন্য সংরক্ষণের প্রতিশ্রুতি আদায় করতে চাইছেন।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৭ ০২:০২
Share: Save:

রাত দু’টো পর্যন্ত বৈঠক করেও সমাধান বের হল না। কংগ্রেসের নেতাদের সঙ্গে বৈঠকে এলেন না হার্দিক পটেলও।

গুজরাতের ভোটে হার্দিক পটেল-অল্পেশ ঠাকোরদের পাশে পেতে সংরক্ষণের প্রতিশ্রুতি নিয়ে এখনও তিমিরে কংগ্রেস নেতারা। পথ খুঁজছেন হার্দিক পটেলও।

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসকে সমর্থন করতে রাজি হলেও হার্দিক পটেল কংগ্রেসের থেকে ওবিসি কোটায় পাতিদারদের জন্য সংরক্ষণের প্রতিশ্রুতি আদায় করতে চাইছেন। কিন্তু তাতে অল্পেশের নেতৃত্বে ওবিসিদের আপত্তি। আবার তার বাইরে সংরক্ষণের কথা বলা সম্ভব নয় কংগ্রেসের পক্ষে। কারণ এমনিতেই গুজরাতে ৪৯ শতাংশ আসন সংরক্ষিত। সুপ্রিম কোর্টের নির্দেশে যার সর্বোচ্চ সীমা ৫০ শতাংশ।

এই পরিস্থিতিতে দলের আইনজীবী নেতা কপিল সিব্বলের নেতৃত্বে গুজরাত কংগ্রেস নেতারা হার্দিক পটেলের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন। কিন্তু এই বৈঠকেই সমাধান বের হবে না বুঝে হার্দিক নিজে বৈঠকে যাননি। বদলে ‘পাতিদার অনামত আন্দোলন সমিতি’র ১৩ জন নেতাকে বৈঠকে পাঠিয়ে দেন। বুধবার রাত ১১টা থেকে রাত ২টো পর্যন্ত বৈঠক চলে।

সূত্রের খবর, কংগ্রেসের তরফে পাতিদার নেতাদের সামনে তিনটি বিকল্প রাখা হয়। পাতিদার নেতারা জানিয়ে দেন, তাঁরা বিকল্প তিনটি নিয়ে ভেবে দেখে মতামত জানাবেন। কিন্তু তিনটি বিকল্প কী, তা নিয়ে কোনও পক্ষই মুখ খুলতে চাননি। পাতিদারদের নেতা দীনেশ বামভানিয়া বলেন, ‘‘কংগ্রেসের প্রস্তাব
অনুযায়ী, তফসলিসি জাতি-উপজাতি, ওবিসি-র জন্য যে ৪৯ শতাংশ সংরক্ষণ রয়েছে, তাতে ভাগ বসানো হচ্ছে না। তার বাইরে সংরক্ষণের কথা বলা রয়েছে।’’

কিন্তু তা হলে যে সুপ্রিম কোর্টের নির্দেশ ভাঙা হবে? সিব্বলের যুক্তি, তাঁরা যে প্রস্তাব দিয়েছেন, তা সাংবিধানিক বৈধতা মেনেই দিয়েছেন। কংগ্রেস এর আগে পাতিদারদের আর্থিক অনগ্রসরের তালিকায় এনে সংরক্ষণের প্রস্তাব দিয়েছিল। কিন্তু তা-ও আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে বলে পাতিদার নেতাদের যুক্তি। বামভানিয়া বলেন, ‘‘আমরা কংগ্রেসের ওই প্রস্তাব খারিজ করে দিয়েছি।’’

এর আগে হার্দিক হুমকি দিয়েছিলেন, কংগ্রেস পাতিদারদের দাবি সমর্থন না করলে তাঁরা রাহুল গাঁধীর প্রচারেও গণ্ডগোল বাধাবেন। কিন্তু কংগ্রেস সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে বৈঠকে বসায় সেই হুমকি তুলে নেন তিনি। সূত্রের খবর, ঐকমত্য তৈরি হলেই হার্দিক চূড়ান্ত বৈঠক করতে হাজির হবেন।

গুজরাতের প্রথম দফার ভোটের আর এক মাসও দেরি নেই। পাতিদারদের সংরক্ষণ নিয়ে ফয়সালা না হওয়ায় কংগ্রেস এখনও ইস্তেহার প্রকাশ করতে পারেনি। তবে দুই পক্ষের নেতাদেরই আশ্বাস, দু’তিন দিনের মধ্যেই সমাধান মিলে যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE