Advertisement
০৫ মে ২০২৪

শর্টস পরা ছাত্রীকে অধ্যাপকের ধমক, বেঙ্গালুরুতে হুলস্থূল

শর্টস পরে ক্লাসে আসা ছাত্রীর প্রতি অধ্যাপকের মন্তব্যে তোলপাড় বেঙ্গালুরুর ন্যাশনাল ল স্কুল অব ইন্ডিয়া ইউনিভার্সিটি।ক্লাসে অনেকের মতোই শর্টস পরে এসেছিলেন তৃতীয় বর্ষের এক ছাত্রী। তাঁকে দেখেই ক্লাস নিতে আসা অধ্যাপক ধমকে ওঠেন, ‘ঠিক ভাবে পোশাক পরে এস’।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৬ ১৪:২৮
Share: Save:

শর্টস পরে ক্লাসে আসা ছাত্রীর প্রতি অধ্যাপকের মন্তব্যে তোলপাড় বেঙ্গালুরুর ন্যাশনাল ল স্কুল অব ইন্ডিয়া ইউনিভার্সিটি। দেশের অন্যতম নামী এই শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটনার সূত্রপাত গত ৪ এপ্রিল। ক্লাসে অনেকের মতোই শর্টস পড়ে এসেছিলেন তৃতীয় বর্ষের এক ছাত্রী। তাঁকে দেখেই ক্লাস নিতে আসা অধ্যাপক ধমকে ওঠেন, ‘ঠিক ভাবে পোশাক পড়ে এস’। এই ঘটনার প্রতিবাদে এবং ছাত্রীর সমর্থনে পরদিন ওই অধ্যাপকের ক্লাসে শর্টস পড়ে আসেন সব ছাত্রছাত্রী।

ছাত্রছাত্রীদের অভিযোগ, কার্যত ছাত্রীর চরিত্র নিয়েই আঙুল তোলেন অধ্যাপক। বুধবার সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে ছাত্রছাত্রীরা বলেছেন, ‘‘অধ্যাপকের আচরণে খুবই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যান ওই ছাত্রী। আমরা মনে করি না এক জন শিক্ষক তাঁর ব্যক্তিগত পোশাক-রুচি ছাত্রছাত্রীদের উপর চাপিয়ে দিতে পারেন। এটা নীতি-পুলিশগিরির আর একটা উদাহরণ। আমরা এ নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা চাই। আলোচনা চাই ওই অধ্যাপকের সঙ্গেও।’’

নিরপেক্ষ তদন্ত কমিটির দাবি করেছেন ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোটা ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন:

‘শুখা’ বিহারের হালে পানি জোগাচ্ছে ঝাড়খণ্ড

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shorts Dress Teacher Rebukes Student
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE