Advertisement
১১ মে ২০২৪

হত জঙ্গি, বাহিনী বাড়াচ্ছে পাকিস্তান

কাশ্মীরের বদগামে সেনার সঙ্গে সংঘর্ষে নিহত হল এক জঙ্গি। অন্য দিকে নিয়ন্ত্রণরেখায় ভারতের পাল্টা হামলার জেরে পাকিস্তান আরও বেশি সেনা মোতায়েন করতে বাধ্য হয়েছে বলে দাবি সেনার।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি ও শ্রীনগর শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৮ ০২:৫০
Share: Save:

কাশ্মীরের বদগামে সেনার সঙ্গে সংঘর্ষে নিহত হল এক জঙ্গি। অন্য দিকে নিয়ন্ত্রণরেখায় ভারতের পাল্টা হামলার জেরে পাকিস্তান আরও বেশি সেনা মোতায়েন করতে বাধ্য হয়েছে বলে দাবি সেনার।

গত কাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে বদগাম জেলার আরিজলে খান মহল্লা এলাকায় তল্লাশি শুরু করে সেনা। সেই সময়ে জওয়ানদের লক্ষ করে গুলি চালায় এক জঙ্গি। কিছু ক্ষণ পরে একটি বাড়ি থেকে বেরিয়ে সেনার দিকে গুলি চালাতে চালাতে পালানোর চেষ্টা করে ওই জঙ্গি। তখনই নিহত হয় সে। জঙ্গির গুলিতে স্থানীয় এক মহিলাও আহত হন। সেনা জানিয়েছে, নিহত জঙ্গি শফত হুসেন ওয়ানি বারামুলার বাসিন্দা। সে ২০১৭ সালে লস্করে যোগ দিয়েছিল।

নিয়ন্ত্রণরেখায় ভারতের পাল্টা হামলার ফলে পাকিস্তান সেনার সংখ্যা বাড়াতে বাধ্য হয়েছেন বলে দাবি ভারতীয় সেনা কর্তাদের। তাঁরা জানিয়েছেন, ২০০৩ সালের সংঘর্ষবিরতি সমঝোতার পরে নিয়ন্ত্রণরেখায় পাক সেনার সংখ্যা ছিল ভারতীয় সেনার অর্ধেক। কিন্তু জঙ্গি অনুপ্রবেশ ও পাক হামলার আশঙ্কায় ভারত ওই এলাকায় মোতায়েন সেনার সংখ্যা কমাতে পারেনি। কিন্তু ২০১৬ সালে পাক-অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের পরে পরিস্থিতি বদলাতে শুরু করে। কোটলি, মিরপুর এমনকী রাওয়ালপিন্ডি থেকে সেনা সরিয়ে নিয়ন্ত্রণরেখায় মোতায়েন করতে বাধ্য হয়েছে পাকিস্তান।

আরও পড়ুন: মরতে দিন, নিষ্কৃতি চেয়ে চিঠি মোদীকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE