Advertisement
১১ মে ২০২৪
Thick fog

দিল্লিতে কুয়াশার দাপট, ব্যাহত বিমান ও রেল চলাচল

সকাল থেকেই ঘন কুয়াশা। আর যার জেরে দিল্লি বিমানবন্দরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল বিমান চলাচল। বুধবারের মতো আজও রাজধানীর আকাশ সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা ছিল।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৬ ১১:২২
Share: Save:

সকাল থেকেই ঘন কুয়াশা। আর যার জেরে দিল্লি বিমানবন্দরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল বিমান চলাচল। বুধবারের মতো আজও রাজধানীর আকাশ সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা ছিল। দৃশ্যমানতা নেমে গিয়েছে ৫০ মিটারের নীচে। এর জেরে ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সব কটি আন্তর্জাতিক ও অন্তর্দেশীয় উড়ানগুলির সময় পিছিয়ে দেওয়া হয়েছে। সকাল ৯টা পর্যন্ত চারটি অন্তর্দেশীয় বিমান ছাড়ার কথা থাকলেও ছাড়তে পারেনি একটিও। দিল্লির পাশাপাশি বিমান পরিষেবা ব্যাহত হয়েছে লখনউ বিমানবন্দরেও।

দিল্লির আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রাজধানীর তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। দৃশ্যমানতা কম থাকায় আপাতত বন্ধ রাখা হয়েছে বিমান ও রেল চলাচল। এর পাশাপাশি সড়কপথে গাড়ি চলাচলও বাধাপ্রাপ্ত হয়েছে। ঘন কুয়াশার কারণে রাজধানীতে সকাল থেকে বেশ কয়েকটি দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। রেলের তরফে খবর, কোনওরকম দুর্ঘটনা এড়াতে ৪০টি ট্রেনের সময়সীমা পিছিয়ে দেওয়া হয়েছে। বাতিল হয়েছে বেশ কয়েকটি ট্রেন।

আরও পড়ুন: চাপ বাড়াতে একজোট দিল্লি-কাবুল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Thick fog Delhi Flight operations Affected
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE