Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

সেলুনে মেয়ের বাবার ‘চুল-দাড়ি ফ্রি’!

একক চেষ্টায় হয় তো কিছুই করা সম্ভব নয়! তবু, আশা ছাড়তে রাজি নন অশোক পওয়ার। কন্যাভ্রূণ হত্যা রুখতে অভিনব পথে হাঁটছেন মহারাষ্ট্রের প্রত্যন্ত গ্রাম মারাথওয়াদার ওই বাসিন্দা। বক্তব্য একটাই, ‘কন্যা সন্তান বাঁচান’।

অশোকের সেলুনে ভিড়। ছবি: সংগৃহীত।

অশোকের সেলুনে ভিড়। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৭ ১১:৪৭
Share: Save:

একক চেষ্টায় হয় তো কিছুই করা সম্ভব নয়! তবু, আশা ছাড়তে রাজি নন অশোক পওয়ার। কন্যাভ্রূণ হত্যা রুখতে অভিনব পথে হাঁটছেন মহারাষ্ট্রের প্রত্যন্ত গ্রাম মারাথওয়াদার ওই বাসিন্দা। বক্তব্য একটাই, ‘কন্যা সন্তান বাঁচান’।

গ্রামে ছোট্ট একটি সেলুন চালান বছর ত্রিশের অশোক। নাম ‘মনীষা’। এ বছরের প্রথম দিন থেকে ওই সেলুনে তিনি চালু করেছেন নতুন এক ‘প্রকল্প’। সদ্য মেয়ের বাবারা তাঁর সেলুনে সম্পূর্ণ বিনামূল্যে চুল-দাড়ি কাটাতে পারবেন। অশোক জানিয়েছেন, মনীষাতে চুল ও দাড়ি কাটাতে খরচ পড়ে ৫০ টাকা। কিন্তু, যদি কোনও পরিবারে কন্যা সন্তানের জন্ম হয় তা হলে ‘মনীষা’তে চুল-দাড়ি কাটাতে কোনও পয়সা লাগবে না মেয়ের বাবাদের। মেয়ের ছ’মাস বয়স অবধি এক বার এই সুবিধা মিলবে।

আরও পড়ুন

৯ মাস ধরে ঋতুস্রাবের রক্ত দিয়ে আঁকলেন গর্ভস্থ ভ্রুণের ছবি

কিন্তু, হঠাৎ এমন ভাবনা কেন?

অশোকের কথায়, ‘‘প্রথম থেকেই চেয়েছিলাম আমাদের মেয়ে হোক। তার পর শ্রাবণী আসে। খুব খুশি হয়েছিলাম। ও আমার জন্য খুব ‘লাকি’। ছ’বছর ধরে এক দর্জির দোকানে কাজ করতাম। শ্রাবণী আসার পরেই নিজের দোকান খুললাম। কিন্তু, চারপাশের পরিস্থিতি দেখে খারাপ লাগত। যাঁরা মেয়েদের পুজো করে, তাঁরাই গর্ভের অন্ধকারে মেরে ফেলতে চায় কন্যাভ্রূণকে। আমি নিজের মতো করে একটা চেষ্টা করতে চেয়েছি।’’

আরও পড়ুন

থিমের ভেলাঘরে রঙ বদল বিহুর

এখনও অবধি ১৫ মেয়ের বাবাকে বিনামূল্যে পরিষেবা দিয়েছেন অশোক। নিতান্ত সোজাসাপটা তাঁর ব্যাখ্যা। তিনি বলছেন, ‘‘অনেকেই বলেন, মেয়ে জন্মালে অনেক খরচ। তাই মেয়ের বাবাদের অন্তত একটা খরচ কমানোর চেষ্টা করলাম। এ বার অন্তত তাঁরা ছোট্ট মেয়েটিকে ভালবাসুন!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Barber Free Shaves Newborn Girl
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE