Advertisement
২৭ এপ্রিল ২০২৪

যোগীর রাজ্যে শৌচালয়ও গেরুয়া

কিন্তু এটা ঘটনা যে যোগী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই গোটা রাজ্যে গৈরিকীকরণ শুরু হয়েছে। আক্ষরিক অর্থেই। ক্ষমতায় এসে নিজের গদি, সোফার রং গেরুয়া করেছেন। সচিবালয়ের রং বদলে করা হয়েছে গেরুয়া।

দিগন্ত বন্দ্যোপাধ্যায়
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৮ ০৪:২২
Share: Save:

মহারাজজির পরনে গেরুয়া। বসার গদি গেরুয়া। মন্ত্রীদের দফতরে গেরুয়া। স্কুল-কলেজ-থানা গেরুয়া। স্কুলব্যাগ থেকে বুকলেট গেরুয়া। রাস্তায় নতুন বাস গেরুয়া।

শৌচালয়ই বা বাকি থাকে কেন?

যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে তাই এ বার শৌচালয়ও সাজছে গেরুয়া রঙে। রাজ্যে যার গালভরা নাম ‘ইজ্জত ঘর’।

গো বলয়ের সব থেকে বড় রাজ্যে বিপুল জয়। আর তার পরে আচমকাই সকলকে চমকে দিয়ে গেরুয়া বসনধারী যোগীকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসিয়েছেন নরেন্দ্র মোদী-অমিত শাহ। প্রশ্ন উঠেছিল, তা হলে কি পুরোপুরি হিন্দুত্বের পথেই হাঁটতে চলেছে বিজেপি? অমিত জবাব দিয়েছিলেন, ‘‘কেন গেরুয়া বসনধারী কী ভাল মুখ্যমন্ত্রী হতে পারেন না?’’ সম্প্রতি খোদ মোদীই এক সভায় বলেছেন, সবাই মুখ্যমন্ত্রীর বাইরের বসনটিই দেখেন, ভিতরের আধুনিক মনটা নয়।

কিন্তু এটা ঘটনা যে যোগী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই গোটা রাজ্যে গৈরিকীকরণ শুরু হয়েছে। আক্ষরিক অর্থেই। ক্ষমতায় এসে নিজের গদি, সোফার রং গেরুয়া করেছেন। সচিবালয়ের রং বদলে করা হয়েছে গেরুয়া। রাজ্যের শিক্ষা দফতর ছাত্রদের যে স্কুলব্যাগ, বুকলেট বিলি করেছে— সে সবও গেরুয়া। যোগী নিজেই ৫০ টি গেরুয়া বাস রাস্তায় নামিয়েছেন। আর গত সপ্তাহে লখনউয়ের হজ হাউসের সবুজ-সাদা দেওয়ালের রংও গেরুয়া করা হয়েছিল। বিতর্কের জেরে অবশ্য বদলানো হয়েছে সেই রং।

আর এ বার রাজ্যের শৌচালয়ের রংও গেরুয়া করা শুরু হয়েছে। ‘স্বচ্ছ ভারত প্রকল্প’-র অধীনে তৈরি শৌচালয়গুলিতে পড়ছে গেরুয়া প্রলেপ। কিন্তু বিজেপি বলছে, শৌচালয় গেরুয়া করার ফরমান জারি হয়নি। গ্রামবাসীরাই নিজ উৎসাহে সে রং করছেন। আর গেরুয়া রং নিয়ে আপত্তি কীসের? সে তো শক্তি আর সাহসের প্রতীক।
তবে বিরোধীদের কটাক্ষ, যোগী গেরুয়াকে হিন্দুত্বের প্রতীকে পর্যবসিত করেছেন। সে কারণেই গুজরাতের ভোট বাজার হোক কিংবা আসন্ন কর্নাটক, ত্রিপুরার নির্বাচন— শুধুমাত্র হিন্দুত্বকে উস্কে দিতেই বিজেপি কাজে লাগাচ্ছে গেরুয়া বসনধারী যোগীকে।

মুলায়ম জমানায় যাদব-ভিটে সাইফাইতে ঘটা করে মহোৎসব হতো। তারকাদের উড়িয়ে এনে ঠাসা মনোরঞ্জন। এখন সেই ধাঁচে যোগীর ভিটে গোরক্ষপুরেও শুরু হয়েছে ‘মহোৎসব’। তাই নিয়েও বিরোধীদের নিশানায় যোগী— গোরক্ষপুরেই যখন দেদার শিশু মৃত্যু হচ্ছে, তখন কীসের উৎসবে মাতছেন মুখ্যমন্ত্রী?

অখিলেশ যাদবও আজ বলেন, ‘‘নিজের কেন্দ্রে শিশুমৃত্যুই ঠেকাতে পারছেন না মুখ্যমন্ত্রী। উন্নয়নের ছিটেফোঁটা নেই। শুধু উৎসব আর ‘ইজ্জত ঘর’-এর রং পাল্টালে হবে? এ তো আসল সমস্যা থেকে চোখ সরানোর কল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE