Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বিএমডব্লিউ ফেরানোর জের, শুরু দীপার বাড়ির রাস্তা সংস্কার

অবশেষে অলিম্পিয়ান দীপা কর্মকারের বাড়ির সামনে রাস্তাটির আমূল সংস্কারে উদ্যোগী হল ত্রিপুরা সরকার। আগরতলা পুরসভার মেয়র প্রফুল্লজিৎ সিনহা বলেন, ‘‘পূর্ত দফতর এই রাস্তাটি সংস্কারের কাজ হাতে নিয়েছে।’’ প্রশাসনিক সূত্রের খবর, রাস্তাটির সংস্কারের জন্য প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৮ লক্ষ টাকা। টেন্ডার ডাকা হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা
আগরতলা শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৬ ০৩:৩০
Share: Save:

অবশেষে অলিম্পিয়ান দীপা কর্মকারের বাড়ির সামনে রাস্তাটির আমূল সংস্কারে উদ্যোগী হল ত্রিপুরা সরকার। আগরতলা পুরসভার মেয়র প্রফুল্লজিৎ সিনহা বলেন, ‘‘পূর্ত দফতর এই রাস্তাটি সংস্কারের কাজ হাতে নিয়েছে।’’ প্রশাসনিক সূত্রের খবর, রাস্তাটির সংস্কারের জন্য প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৮ লক্ষ টাকা। টেন্ডার ডাকা হচ্ছে।

সম্প্রতি দীপা তাঁর উপহার পাওয়া দামি বিদেশি গাড়ি ফিরিয়ে দেওয়ায় রাজ্যের রাস্তাঘাট নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ত্রিপুরার রাস্তাঘাট উন্নতমানের গাড়ি চলাচলের ‘অযোগ্য’, এ রকম কথাও বিরোধীরা বলতে শুরু করেন। দীপার বাড়ি যেখানে, সেই অভয়নগরের রাস্তাঘাটের অবস্থা বলাই বাহুল্য, ভাল নয়। অস্বস্তি কাটাতে রাজ্যের বামফ্রন্ট সরকার সেই রাস্তার চেহারা পাল্টে দেওয়ার সিদ্ধান্ত নিল। অভয়নগরের সচীন দেববর্মণ সেতু থেকে জিবি হাসপাতাল পর্যন্ত এই রাস্তাটি প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ। মেয়র জানান, অভয়নগরে রাস্তার দু’পাশে নিকাশি নালারও সংস্কার করা হবে। এ ছাড়াও রাস্তাটি সংস্কারের সময় রাস্তার দু’পাশে যে সব ‘অবৈধ’ নির্মাণ রয়েছে, সেগুলি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। পুরসভা ইতিমধ্যেই সেই দখলদারদের নোটিস ধরিয়ে দিয়েছে। তবে মেয়র প্রফুল্লজিৎ সিনহার দাবি, ‘‘দীপা কর্মকার, অলিম্পিয়ান দীপা কর্মকার হয়ে ওঠার আগেই অভয়নগরের অবৈধ নির্মাণগুলি সরিয়ে দেওয়ার জন্য প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tripura govt Deepa karmakar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE