Advertisement
২৬ এপ্রিল ২০২৪
দিল্লি ও গোয়া

জোড়া বিপত্তি দুই বিমানবন্দরে, জখম ১২

অল্পের জন্য এড়ানো গেল জোড়া দুর্ঘটনা! মঙ্গলবার দু’ঘণ্টার তফাতে এক দিকে, গোয়া বিমানবন্দরের রানওয়েতে পিছলে ৩৬০ ডিগ্রি ঘুরে গেল একটি বিমান। অন্য দিকে, দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী তোলার সময় একেবারে মুখোমুখি চলে এল দুই বিমান!

স্ট্রেচারে করে বার করে আনা হচ্ছে আহত এক যাত্রীকে। মঙ্গলবার গোয়ায়। ছবি: রয়টার্স।

স্ট্রেচারে করে বার করে আনা হচ্ছে আহত এক যাত্রীকে। মঙ্গলবার গোয়ায়। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৬ ০২:২৯
Share: Save:

অল্পের জন্য এড়ানো গেল জোড়া দুর্ঘটনা! মঙ্গলবার দু’ঘণ্টার তফাতে এক দিকে, গোয়া বিমানবন্দরের রানওয়েতে পিছলে ৩৬০ ডিগ্রি ঘুরে গেল একটি বিমান। অন্য দিকে, দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী তোলার সময় একেবারে মুখোমুখি চলে এল দুই বিমান!

প্রথম দুর্ঘটনাটি ঘটে ভোর পাঁচটায়। গোয়া বিমানবন্দর থেকে ১৫৪ যাত্রী ও সাত কর্মীকে নিয়ে মুম্বইগামী জেট এয়ারওয়েজের বোয়িং-৭৩৭ ওড়ার আগেই রানওয়েতে চাকা পিছলে ৩৬০ ডিগ্রি ঘুরে যায়। ক্ষতিগ্রস্ত হয় ল্যান্ডিং গিয়ার। নৌ সেনা যাত্রীদের নামাতে শুরু করলে ফের বিমানটি সামনের দিকে হেলে পড়ে। তখনই জখম হন ১২ যাত্রী। নৌ সেনার দাবি, এই ঘটনা ভয়ঙ্কর আকার নিতে পারতো। বিমানের দুই পাইলটের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। তদন্তে নেমেছে অসামরিক বিমান মন্ত্রকের ‘এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো’। তবে তদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত দুর্ঘটনার কারণ নিশ্চিত করে বলতে পারছে না কোনও পক্ষই। আহতদের ৭ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বিমানমন্ত্রী অশোক গণপতি রাজুর আশ্বাস, তদন্তে গাফিলতি প্রমাণ হলে কড়া শাস্তি দেওয়া হবে।

দ্বিতীয় ঘটনাটি সকাল সাতটা নাগাদ দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরের। ইকো-ট্যাক্সিওয়ে থেকে হায়দরাবাদগামী স্পাইসজেটের বিমানে যাত্রী তোলার সময় সামনে চলে আসে সদ্য অবতরণ হওয়া ইন্ডিগোর একটি বিমান। স্পাইসজেটের মুখপাত্র তুষার শ্রীবাস্তবের কথায়, ‘‘আমাদের দিল্লি-হায়দরাবাদ বিমান এসজি-১২৩ ট্যাক্সিওয়েতেই অন্য বিমানটিকে আসতে দেখে। পাইলট এটিসি-কে জানান।’’ একই দাবি ইন্ডিগোর মুখপাত্র অজয় জাসরার। তাঁর কথায়, ‘‘আমাদের বিমান দিল্লির রানওয়ে থেকে বেরোনোর সময় দেখে উল্টো দিকে একটি বিমান রয়েছে। পাইলট এটিসি-কে জানান। ডিজিসিএ-কেও জানিয়েছি। আমাদের বিমানসংস্থাও তদন্ত করছে।’’ দিল্লি বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোল সূত্র বলছে, কুয়াশার জন্য এমনিতেই দৃশ্যমানতা কম ছিল। তার উপর সকালে অনেকগুলি বিমান একই সময়ে বিমানবন্দরে পৌঁছয়। এই ঘটনার তদন্ত রিপোর্ট হাতে না আসা পর্যন্ত ওই এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই টো-বার দিয়ে স্পাইসজেটের বিমানটিকে রানওয়ে থেকে সরানো হয়েছে। দু’টি ঘটনার তদন্ত রিপোর্ট খুব তাড়াতাড়ি পেশ করা হবে বলে জানিয়েছে ডিজিসিএ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Airport Injured
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE