Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National News

৫ অগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন, ফল ওই দিনেই

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার নসীম জইদী জানান, ভোট গ্রহণ এবং গণনা, পুরো প্রক্রিয়াটিই ৫ অগস্ট সম্পন্ন হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৮ জুলাই। ১৯ জুলাই মনোনয়নপত্র খতিয়ে দেখবে কমিশন।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৮ জুলাই। ছবি: ফেসবুকের সৌজন্যে।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৮ জুলাই। ছবি: ফেসবুকের সৌজন্যে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ জুন ২০১৭ ১৩:৫৯
Share: Save:

উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৫ অগস্ট এই নির্বাচন হবে। বর্তমান উপরাষ্ট্রপতি হামিদ আনসারির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১১ অগস্ট।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার নসীম জইদী জানান, ভোট গ্রহণ এবং গণনা, পুরো প্রক্রিয়াটিই ৫ অগস্ট সম্পন্ন হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৮ জুলাই। ১৯ জুলাই মনোনয়নপত্র খতিয়ে দেখবে কমিশন।

আরও পড়ুন: মীরা অস্ত্রে যুদ্ধ বিজেপির সঙ্গে

জইদী জানান, ৪ জুলাই উপরাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। রাজ্যসভার সেক্রেটারি জেনারেল শুমশের কে শেরিফকে এই নির্বাচনের রিটার্নিং অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে।

উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে, আগামী ১৭ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। কেন্দ্রের শাসক জোট এনডিএ-র তরফে রাষ্ট্রপতি পদে লড়ছে রামনাথ কোবিন্দ। এনডিএ-এর বাইরের অনেক দলও রামনাথকে সমর্থনের ঘোষণা করেছে, বা ইঙ্গিত দিয়েছে। কংগ্রেস, তৃণমূল, বাম-সহ বিরোধীদের একটা বড় অংশের প্রার্থী লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার। রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে ২০ জুলাই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE