Advertisement
০৩ মে ২০২৪

কী সেই মামলা যাতে গ্রেফতার করা হল কার্তিকে

ঘটনাটি প্রায় ১১ বছর আগের। ২০০৭ সালে কেন্দ্রে তখন ইউপিএ সরকার। যার অর্থমন্ত্রী পি চিদম্বরম। অভিযোগ সেই সময়ে আইএনএক্স মিডিয়া প্রাইভেট লিমিটেডকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ পাওয়ার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাইয়ে দেন অর্থমন্ত্রীর ছেলে কার্তি চিদম্বরম।

কার্তি চিদম্বরম। ফাইল চিত্র।

কার্তি চিদম্বরম। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৩৩
Share: Save:

সিবিআই তাঁর বিরুদ্ধে প্রথম এফআইআর করেছিল প্রায় ন’মাস আগে। তদন্ত শুরু করে দেশের বিভিন্ন জায়গায় তাঁর অফিস ও বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। শেষ পর্যন্ত আইএনএক্স মিডিয়াকে বেআইনি ভাবে বিদেশি বিনিয়োগ পাইয়ে দেওয়ার অভিযোগে বুধবার সকালে কার্তি চিদম্বরমকে গ্রেফতার করল সিবিআই। চেন্নাই বিমানবন্দরে বিমান থেকে নামার সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেফতার করা হয়। বেশ কিছু ক্ষণ সেখানেই জেরা করার পর তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হয়। কিন্তু যে আর্থিক তছরূপের জন্য দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ছেলেকে গ্রেফতার করা হল, সেই মামলাটি আসলে কী?

ঘটনাটি প্রায় ১১ বছর আগের। ২০০৭ সালে কেন্দ্রে তখন ইউপিএ সরকার। যার অর্থমন্ত্রী পি চিদম্বরম। অভিযোগ সেই সময়ে আইএনএক্স মিডিয়া প্রাইভেট লিমিটেডকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ পাওয়ার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাইয়ে দেন অর্থমন্ত্রীর ছেলে কার্তি চিদম্বরম। অভিযোগ, সরকারি নিয়মের তোয়াক্কা না করে বিদেশ থেকে প্রায় ৩০৫ কোটি টাকা বিনিয়োগ হয় আইএনএক্স মিডিয়ায়। এই সংস্থাটির অধিকর্তা শিনা বরা হত্যাকাণ্ডে অভিযুক্ত পিটার ও ইন্দ্রাণী মুখোপাধ্যায়।

বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে তদানীন্তন বিদেশি বিনিয়োগ প্রোমোশন বোর্ড (এফআইপিবি)-এর কাছে দু’টি আবেদন করেন মুখোপাধ্যায় দম্পতি। প্রথমটি এফডিআই অনুযায়ী বিদেশি বিনিয়োগের জন্য, এবং দ্বিতীয়টি আইএনএক্সের বিভিন্ন চ্যানেল ও মিডিয়া হাউজে সরাসরি বিদেশি সংস্থাকে শেয়ার ইস্যু করার জন্য। বোর্ড প্রথম শর্ত মেনে ৪.৬২ কোটি টাকা বিদেশি বিনিয়োগে সিলমোহর দিলেও শেয়ারের বিষয়টি অর্থ মন্ত্রকের হাতেই ছেড়ে দেয়।

আরও পড়ুন: পি চিদম্বরমের ছেলে কার্তি-কে গ্রেফতার করল সিবিআই

এখানেই ওঠে অনিয়মের অভিযোগ। সিবিআইয়ের দাবি, এর পরেই প্রভাব খাটিয়ে প্রায় ৩০৫ কোটি টাকা বিদেশি বিনিয়োগ আনে আইএনএক্স। যার জন্য বেশ কয়েক কোটি টাকা নেন কার্তি। এ ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের সর্বোচ্চ সীমা লঙ্ঘনের অভিযোগ আনে সিবিআই। অভিযোগ করা হয়, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে ছাড়পত্রের ক্ষেত্রে অর্থ মন্ত্রক ওই সংস্থাকে বাড়তি সুবিধা পাইয়ে দিয়েছিল।

প্রাক্তন অর্থমন্ত্রী অবশ্য প্রথম থেকেই বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার প্রচেষ্টা বলে মোদী সরকারকে আক্রমণ করেছে। কার্তি গ্রেফতারের পর সেই রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্বই সামনে এনেছে কংগ্রেস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE