Advertisement
০৭ মে ২০২৪

উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রীর কুর্সির দাবিদার কে, জমছে লড়াই

পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলের প্রাথমিক প্রবণতা যা বলছে তাতে উত্তরপ্রদেশে বিজেপি ঝড় উঠেছে বলে কিছু ভুল বলা হয় না। স্বভাবতই মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসতে পারেন তা নিয়ে জল্পনাও জোরদার হচ্ছে।

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ মার্চ ২০১৭ ০৩:৩২
Share: Save:

পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলের প্রাথমিক প্রবণতা যা বলছে তাতে উত্তরপ্রদেশে বিজেপি ঝড় উঠেছে বলে কিছু ভুল বলা হয় না। স্বভাবতই মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসতে পারেন তা নিয়ে জল্পনাও জোরদার হচ্ছে।

বিজেপির অনেক নেতাই মুখ্যমন্ত্রীর শপথের জন্য নতুন পোশাক বানিয়ে ফেলেছেন। দলের অনেকে মনে করেন, ভূমিহার নেতা মনোজ সিনহাও এই দৌড়ে রয়েছেন। এই নেতা নরেন্দ্র মোদী ও অমিত শাহের ঘনিষ্ঠ। হরিয়ানায় যেমন অ-জাঠ, মহারাষ্ট্রে ব্রাহ্মণ মুখ্যমন্ত্রী— তেমনই উত্তরপ্রদেশেও কাঁটা দিয়ে কাঁটা তোলার রাজনীতি করতে পারেন মোদী-শাহরা। মুখ্যমন্ত্রী হতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহও। কিন্তু এই ঠাকুর নেতাটিকে প্রস্তাবই দেননি কেউ। পাছে জনভিত্তি আছে এমন ঠাকুর নেতা মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে বিপাকে ফেলেন!

আরও পড়ুন: এক দিকে রাহুল-কংগ্রেস, অন্য দিকে মোদী-কংগ্রেস, উত্তরাখণ্ডে ক্ষমতায় কারা?

ফলে মুখ্যমন্ত্রী বাছাইয়ের প্রশ্নে চূড়ান্ত ফল বেরোনোর আগে বিজেপি দ্বিধাবিভক্ত। এক পক্ষ বলছে, অতীতে কেন্দ্রে বাজপেয়ী ও উত্তরপ্রদেশে কল্যাণ সিংহের রসায়ন অনুসরণ করা উচিত। এখন কেন্দ্রে ওবিসি মোদী, তো উচ্চবর্ণ মুখ্যমন্ত্রী হোক। সেই দৌড়ে আদিত্যনাথ, দীনেশ শর্মারা আছেন। উল্টো মতে কেশবপ্রসাদ মৌর্যও নিজেকে এগিয়ে রেখেছেন। এঁরা চান, সমীকরণ বদলানো উচিত। কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মা, সিদ্ধার্থনাথ সিংহ, শ্রীকান্ত শর্মারাও বাদ পড়তে চান না দৌড় থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Chief minister
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE