Advertisement
১৬ মে ২০২৪

দেহ চান না বাবা

আড়াই মাস আগে বাড়ি ছেড়েছিল ছেলে। মাঝে ফোনে বলেছিল, কাজ করতে যাবে সৌদি আরবে। কানপুরের বাসিন্দা সরতাজ এখন জানছেন, লখনউয়ে পুলিশের গুলিতে খুন হওয়া জঙ্গিই তাঁর ছেলে সইফুল।

নিহত সইফুল। ছবি: পিটিআই।

নিহত সইফুল। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৭ ০৪:৫৪
Share: Save:

আড়াই মাস আগে বাড়ি ছেড়েছিল ছেলে। মাঝে ফোনে বলেছিল, কাজ করতে যাবে সৌদি আরবে। কানপুরের বাসিন্দা সরতাজ এখন জানছেন, লখনউয়ে পুলিশের গুলিতে খুন হওয়া জঙ্গিই তাঁর ছেলে সইফুল। সে নাকি জেহাদি মতাদর্শে উদ্বুদ্ধ। এমন ‘বিশ্বাসঘাতক’ ছেলের দেহ ফেরত নিতে রাজি নন সরতাজ। তিনি বলছেন, ‘‘ভারত আমার দেশ। ও তো দেশদ্রোহী। দেশের মাটিতে আমি অন্তত ওকে কবর দেব না!’’

বছর কুড়ির সইফুলকে নিয়ে কিছু দিন ধরেই বিব্রত ছিলেন সরতাজ। মাস আড়াই আগে মেরেই বসেন কয়েক ঘা। কাজকর্ম না করে অন্ন ধ্বংস করছে বলে গালিগালাজ করেন। তার পরেই ঘর ছাড়ে সইফুল। পরে বিদেশে কাজ করতে যাবে শুনে খুশি হন বাবা।

আরও পড়ুন: আইএস নাকি আইএস নয়? রইল ধোঁয়াশা

বাবার চোখে সইফুল মোটেই ‘শহিদ’ নয়, ‘বিশ্বাসঘাতক’। সরতাজ বলেছেন, ‘‘ওই বিশ্বাসঘাতক আমার ছেলে হতে পারে না।’’ সইফুলের দেহ তাই রয়েছে কানপুরের হাসপাতালে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lucknow Saifullah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE