Advertisement
০৫ মে ২০২৪
Capstone

বিশ্বের সবচেয়ে বড় সমাধির ‘ঢাকনা’ মিলল

এটাই নাকি বিশ্বের সবচেয়ে বড় ‘ক্যাপস্টোন’ অর্থাত্ সমাধির পাথুরে আচ্ছাদন। মানুষের কবর খুঁড়তে গিয়ে এত বড় ক্যাপস্টোন পাবেন, তেমনটা আশা করেননি তেলঙ্গানার পুরাতত্ত্ববিদরা। তাঁদের দাবি, এখনও পর্যন্ত এটাই বিশ্বের সবচেয়ে বড় ‘ক্যাপস্টোন’।

তেলেঙ্গানার নর্মেতা গ্রামে মিলেছে এই ক্যাপস্টোন

তেলেঙ্গানার নর্মেতা গ্রামে মিলেছে এই ক্যাপস্টোন

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ১৬:১৭
Share: Save:

এটাই নাকি বিশ্বের সবচেয়ে বড় ‘ক্যাপস্টোন’ অর্থাত্ সমাধির পাথুরে আচ্ছাদন। মানুষের কবর খুঁড়তে গিয়ে এত বড় ক্যাপস্টোন পাবেন, তেমনটা আশা করেননি তেলঙ্গানার পুরাতত্ত্ববিদরা। তাঁদের দাবি, এখনও পর্যন্ত এটাই বিশ্বের সবচেয়ে বড় ‘ক্যাপস্টোন’।

তেলেঙ্গানার নর্মেতা গ্রামে পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে খননকার্য চালানোর সময় এই ক্যাপস্টোনের খোঁজ মেলে। এই ক্যাপস্টোনিটির ওজন প্রায় ৪০ টন। গত ২১ মার্চ ওই ক্যাপস্টোনটিকে ক্রেনের সাহায্যে তোলা হয় বলে জানায় পুরাতত্ত্ব বিভাগের সহযোগী ডিরেক্টর ডি রামলুলু নায়েক।

আরও পড়ুন- ট্রেনের ঝাঁকুনি সামলাতে যন্ত্রে বদল আনছে রেল

নর্মেতায় খনন চালিয়ে যে সব জিনিস উঠে এসেছে, তাদের ডিএনএ পরীক্ষা করার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। মাটির তলা থেকে পাওয়া জিনিসগুলো থেকে সময়কাল, সে সময়ের মানুষের জীবনযাত্রা, খাদ্যাভাস এমনকী জনসংখ্যা বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা।

গত বছর, ভারতের পুরাতত্ত্ব বিভাগের একটি বিশেষজ্ঞ দল তামিলনাড়ুর সিভাগানা জেলার সন্ধ্যাইপুডুর গ্রামে খনন চালিয়ে প্রায় ৩ হাজার বছরের পুরনো মাটির গহনা, জিনিসপত্রের সন্ধান পান। সেই গ্রামেও নাকি হরপ্পা সভ্যতার মতো নিকাশি ব্যবস্থা রয়েছে বলে জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE