Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

জেটলির মোদীকেয়ার, স্বাস্থ্যবিমায় বিপ্লব?

দরিদ্র পরিবার পিছু প্রয়োজনে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ জোগাবে সরকার।

আমআদমির নজর তখন অর্থমন্ত্রীর বাজেট ভাষণে। ছবি: এএফপি।

আমআদমির নজর তখন অর্থমন্ত্রীর বাজেট ভাষণে। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:২৫
Share: Save:

সামনেই একাধিক রাজ্যে নির্বাচন। আসছে লোকসভা ভোটও। ভোটদরিয়া পার হতেই যেন গরিবের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিল নরেন্দ্র মোদী সরকার।

আম আদমির জন্য বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা যোজনার সূচনা করল কেন্দ্র। বৃহস্পতিবার লোকসভায় বাজেট অধিবেশনে ওই প্রকল্পের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি জানিয়েছেন, জাতীয় স্বাস্থ্য সুরক্ষা যোজনা নামে ওই প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবার পিছু প্রয়োজনে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ জোগাবে সরকার।

এর আওতায় আসবেন ১০ কোটি পরিবারের প্রায় ৫০ কোটি মানুষ। জনসংখ্যার ৪০ শতাংশই এতে উপকৃত হবেন বলে দাবি সরকারের।

আরও পড়ুন: ভোট আসছে, বোঝাল জেটলির বাজেট

আরও পড়ুন: ভোট-বাজেট: গ্রাম আর কৃষিতে দেদার বরাদ্দ

এই ধরনের খবর আপনার ইনবক্সে সরাসরি পেতে এখানে ক্লিক করুন

গ্রাফিক্স: শৌভিক দেবনাথ।

জনদরদি যোজনা চালু করা ছাড়া স্বাস্থ্য পরিষেবার মাধ্যমেও গ্রামীণ মানুষের আরও কাছে পৌঁছতে চাইছে সরকার।

প্রত্যন্ত অঞ্চলের মানুষদের চিকিৎসার সুবিধায় দেড় লক্ষ উপ-স্বাস্থ্যকেন্দ্রকে হেল্‌থ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে রূপান্তরিত করা হবে। পাশাপাশি, প্রতিটি রাজ্যে অন্তত একটি সরকারি মেডিক্যাল কলেজ গড়বে কেন্দ্র। তিনি জানিয়েছেন, মৌলিক স্বাস্থ্য পরিষেবা খাতে ১২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE