Advertisement
০৯ মে ২০২৪

খাল থেকে কুমির উদ্ধার

নদী লাগোয়া খাল থেকে একটি কুমির উদ্ধার করল বন দফতর। শনিবার সকালে রায়দিঘি রেঞ্জের লক্ষীজনার্দনপুরের মনসার খাল থেকে কুমিরটিকে পাওয়া যায়। বনদফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই খাল লাগোয়া রয়েছে মৃদাঙ্গভাঙা নদী।

পাথরপ্রতিমা শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৫ ০২:৩২
Share: Save:

নদী লাগোয়া খাল থেকে একটি কুমির উদ্ধার করল বন দফতর। শনিবার সকালে রায়দিঘি রেঞ্জের লক্ষীজনার্দনপুরের মনসার খাল থেকে কুমিরটিকে পাওয়া যায়। বনদফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই খাল লাগোয়া রয়েছে মৃদাঙ্গভাঙা নদী। শুক্রবার বিকালে একাকার বাসিন্দারা খালের জলে কুমিরটিকে ভাসতে দেখেন। খবর পেয়ে বন দফতরের কর্মীরা এ দিন সকালে এসে জাল দিয়ে ধরে ফেলে। রায়দিঘি রেঞ্জার সৌমেন মণ্ডল বলেন, ‘‘প্রায় সাড়ে ৬ ফুট লম্বা মেয়ে কুমিরটিকে ধরে স্বাস্থ্য পরীক্ষার পর এ দিন ঠাকুরান নদীতে ছেড়ে দেওয়া হয়েছে।’’ নদীর জোয়ারের সময় বাঁধ বেয়ে খালে নেমে ছিল বলে অনুমান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE