Advertisement
২৭ এপ্রিল ২০২৪

খোঁজ মিলবে ডাইনোসরদের বুদ্ধির দৌড়ের?

ডাইনোসরদের নিয়ে উত্সাহের অন্ত নেই। শেষ নেই গবেষণারও। প্রাগৈতিকহাসিক ‌যুগের এই প্রাণীদের আকার-আয়তন, খাদ্যাভাস সম্পর্কে মোটামুটি ধারণা থাকলেও, তাদের বুদ্ধির দৌড় কতটা, এতদিন তার খোঁজ মেলেনি।

সংবাদসংস্থা
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৫ ১৬:২৯
Share: Save:

ডাইনোসরদের নিয়ে উত্সাহের অন্ত নেই। শেষ নেই গবেষণারও। প্রাগৈতিকহাসিক ‌যুগের এই প্রাণীদের আকার-আয়তন, খাদ্যাভাস সম্পর্কে মোটামুটি ধারণা থাকলেও, তাদের বুদ্ধির দৌড় কতটা, এতদিন তার খোঁজ মেলেনি। এবার খানিকটা আশার আলো দেখছেন বিজ্ঞানীরা। সৌজন্যে একটি টিটানোসরের খুলি। জানেন কি একটা আস্ত ডবল ডেকার সাইজের এই ডাইনোসরের মস্তিষ্ক ছিল পুঁচকে টেনিস বলের আকারের?

৭২০ লক্ষ বছর আগের দৈত্যাকৃতি এই ডাইনোসরের ফসিলটি খুঁজে পাওয়া গিয়েছিল ২০০৭-এ, পশ্চিম স্পেন থেকে।

সম্প্রতি, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ডিজিটালি টিটানোসরের ব্রেনকেসের পুর্নগঠন করে ফেলেছেন। মোটামুটি আন্দাজ পাওয়া গেছে তাদের মস্তিষ্কের আকারের। আশা করা হচ্ছে এর থেকে ডাইনোসরদের ভাবনার তল খানিকটা পাওয়া যাবে।

ডাইনোসরদের ব্রেনকেস বেশ ভঙ্গুর। ফলে লক্ষ লক্ষ বছর আগে পৃথিবী দাপিয়ে বেড়ানো এই সরীসৃপদের মেরুদণ্ড বা অনান্য হাড়ের খোঁজ মিললেও সহজে মেলে না ব্রেনকেসের।

সেই দিক থেকে এই অনুসন্ধান যুগান্তকারী।

শুধু বুদ্ধিমত্তা নয়, আশা করা হচ্ছে প্রযুক্তির হাত ধরে শীঘ্রই ডাইনোসরদের দৃষ্টি আর শোনার ক্ষমতার নাগাল পাওয়া যাবে।






(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE