Advertisement
১৯ মে ২০২৪
Viral

বিয়ের এক মাসের মধ্যেই বিধবা, সেই স্বামীর শুক্রাণু ব্যবহার করে মা হচ্ছেন তরুণী

সম্পর্কে যাওয়ার দু’মাসের মধ্যেই ওই তরুণী জানতে পারেন যে, তাঁর প্রেমিক ক্যানসারে আক্রান্ত। তবুও তাঁকেই বিয়ে করেন ওই তরুণী।

সংবাদ সংস্থা
ক্যালিফোর্নিয়া শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২২ ১৪:৩৩
Share: Save:
০১ ১৫
মারণরোগ ক্যানসারে ভুগছিলেন স্বামী। জানতেন, মনের মানুষকে আর বেশি দিন কাছে ধরে রাখতে পারবেন না। তাই স্বামীর মৃত্যুর পরও যাতে তাঁর সন্তান গর্ভে ধারণ করতে পারেন, সে কারণে শুক্রাণু  সংরক্ষণের সিদ্ধান্ত নিলেন ওই তরুণী।

মারণরোগ ক্যানসারে ভুগছিলেন স্বামী। জানতেন, মনের মানুষকে আর বেশি দিন কাছে ধরে রাখতে পারবেন না। তাই স্বামীর মৃত্যুর পরও যাতে তাঁর সন্তান গর্ভে ধারণ করতে পারেন, সে কারণে শুক্রাণু সংরক্ষণের সিদ্ধান্ত নিলেন ওই তরুণী।

০২ ১৫
সব ঠিক থাকলে আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসেই মৃত স্বামীর সংরক্ষিত শুক্রাণু নিজের গর্ভে ধারণ করবেন ফ্যাবি পাওয়েল।

সব ঠিক থাকলে আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসেই মৃত স্বামীর সংরক্ষিত শুক্রাণু নিজের গর্ভে ধারণ করবেন ফ্যাবি পাওয়েল।

০৩ ১৫
ছোট থেকেই মা হওয়ার স্বপ্ন দেখতেন ক্যালিফোর্নিয়ার ওই  ৩৩ বছর বয়সি তরুণী।

ছোট থেকেই মা হওয়ার স্বপ্ন দেখতেন ক্যালিফোর্নিয়ার ওই ৩৩ বছর বয়সি তরুণী।

০৪ ১৫
২০১৪ সালে একটি পানশালায় জোশ নামে এক যুবকের সঙ্গে তাঁর আলাপ হয়। তার পরই সেই আলাপ গড়ায় প্রেমে।

২০১৪ সালে একটি পানশালায় জোশ নামে এক যুবকের সঙ্গে তাঁর আলাপ হয়। তার পরই সেই আলাপ গড়ায় প্রেমে।

০৫ ১৫
মনের মানুষকে নিয়ে একরাশ স্বপ্ন ছিল ফ্যাবির চোখে। কিন্তু জোশের সঙ্গে সম্পর্কে যাওয়ার দু’মাসের মধ্যেই ওই তরুণী জানতে পারেন যে, তাঁর প্রেমিক ক্যানসারে আক্রান্ত।

মনের মানুষকে নিয়ে একরাশ স্বপ্ন ছিল ফ্যাবির চোখে। কিন্তু জোশের সঙ্গে সম্পর্কে যাওয়ার দু’মাসের মধ্যেই ওই তরুণী জানতে পারেন যে, তাঁর প্রেমিক ক্যানসারে আক্রান্ত।

০৬ ১৫
চিকিৎসকরাও জানিয়ে দেন যে, এই রোগ সারবে না। অর্থাৎ ধীরে ধীরে মৃত্যুর দিকে ঝুঁকে পড়বেন জোশ।

চিকিৎসকরাও জানিয়ে দেন যে, এই রোগ সারবে না। অর্থাৎ ধীরে ধীরে মৃত্যুর দিকে ঝুঁকে পড়বেন জোশ।

০৭ ১৫
এই নিষ্ঠুর সত্য জানার পরও প্রেমিকের হাত ছাড়েননি ওই তরুণী। সবটা জানার পরও জোশকে বিয়ের সিদ্ধান্ত নেন ফ্যাবি। প্রথমে ঠিক ছিল, তাঁরা ২০১৭ সালের মে মাসে বিয়ে করবেন।

এই নিষ্ঠুর সত্য জানার পরও প্রেমিকের হাত ছাড়েননি ওই তরুণী। সবটা জানার পরও জোশকে বিয়ের সিদ্ধান্ত নেন ফ্যাবি। প্রথমে ঠিক ছিল, তাঁরা ২০১৭ সালের মে মাসে বিয়ে করবেন।

০৮ ১৫
কিন্তু জোশের অসুস্থতার কথা মাথায় রেখে ২০১৬ সালের নভেম্বরেই বিয়ে সারেন তাঁরা।

কিন্তু জোশের অসুস্থতার কথা মাথায় রেখে ২০১৬ সালের নভেম্বরেই বিয়ে সারেন তাঁরা।

০৯ ১৫
সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনা করেন দম্পতি। তাঁরা ঠিক করেন যে, জোশের শুক্রাণু সংরক্ষণ করা হবে। যাতে তাঁর মৃত্যুর পর ওই শুক্রাণু আইভিএফ পদ্ধতিতে কাজে লাগিয়ে মা হতে পারেন ফ্যাবি।

সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনা করেন দম্পতি। তাঁরা ঠিক করেন যে, জোশের শুক্রাণু সংরক্ষণ করা হবে। যাতে তাঁর মৃত্যুর পর ওই শুক্রাণু আইভিএফ পদ্ধতিতে কাজে লাগিয়ে মা হতে পারেন ফ্যাবি।

১০ ১৫
কেমোথেরাপির সময়ই শুক্রাণু সংরক্ষণ করে রেখেছিলেন জোশ। বিয়ের এক মাসের মধ্যেই মৃত্যু হয় জোশের।

কেমোথেরাপির সময়ই শুক্রাণু সংরক্ষণ করে রেখেছিলেন জোশ। বিয়ের এক মাসের মধ্যেই মৃত্যু হয় জোশের।

১১ ১৫
মৃত্যুর আগে ফ্যাবির নামে উইল করে গিয়েছেন জোশ। সেখানে তিনি লিখেছেন, তাঁর  মৃত্যুর পর তাঁর সংরক্ষিত শুক্রাণু পাবেন ফ্যাবিই।

মৃত্যুর আগে ফ্যাবির নামে উইল করে গিয়েছেন জোশ। সেখানে তিনি লিখেছেন, তাঁর মৃত্যুর পর তাঁর সংরক্ষিত শুক্রাণু পাবেন ফ্যাবিই।

১২ ১৫
কিন্তু জোশের মৃত্যুর পরও ওই সংরক্ষিত শুক্রাণু ব্যবহার করে আইভিএফ পদ্ধতিতে ফ্যাবি মা হবেন কি না, এ নিয়ে সিদ্ধান্ত নিতে চার বছর সময় নিয়েছেন।

কিন্তু জোশের মৃত্যুর পরও ওই সংরক্ষিত শুক্রাণু ব্যবহার করে আইভিএফ পদ্ধতিতে ফ্যাবি মা হবেন কি না, এ নিয়ে সিদ্ধান্ত নিতে চার বছর সময় নিয়েছেন।

১৩ ১৫
অতিমারির সময় ওই তরুণী পরিবারের গুরুত্ব উপলব্ধি করেন। তার পরই মনস্থির করেন যে, তিনি মা হবেন।

অতিমারির সময় ওই তরুণী পরিবারের গুরুত্ব উপলব্ধি করেন। তার পরই মনস্থির করেন যে, তিনি মা হবেন।

১৪ ১৫
শেষমেশ আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে ভ্রূণ গর্ভে ধারণ করার পরিকল্পনা করেছেন তিনি।

শেষমেশ আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে ভ্রূণ গর্ভে ধারণ করার পরিকল্পনা করেছেন তিনি।

১৫ ১৫
একটি পডকাস্ট প্ল্যাটফর্মে এই কাহিনি তুলে ধরেছেন ওই তরুণী।

একটি পডকাস্ট প্ল্যাটফর্মে এই কাহিনি তুলে ধরেছেন ওই তরুণী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE