Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Business News

১৬ অগস্ট আসছে নোকিয়ার সবচেয়ে দামি অ্যান্ড্রয়েড, দেখে নিন এর ফিচারগুলি

সদ্য অ্যান্ড্রয়েডের মাঠে দৌড় শুরু করেছে নোকিয়া। নোকিয়া ৩, ৪, ৫, ৬ সবক’টি মডেলই মিলছে বাজারে। নোকিয়া অ্যান্ড্রয়েড নিয়ে উচ্ছ্বসিত গ্রাহকরাও। এর মধ্যেই ফের আরও একটি নতুন মডেল নিয়ে অ্যান্ড্রয়েড দুনিয়ায় এল এইচএমডি গ্লোবাল।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৭ ১২:৩৩
Share: Save:
০১ ০৮
১৬ অগস্ট বাজারে আসতে চলেছে নোকিয়ার সবচেয়ে দামি অ্যান্ড্রয়েড ফোন নোকিয়া ৮। উদ্বোধনের অনুষ্ঠানটি হবে লন্ডনে।

১৬ অগস্ট বাজারে আসতে চলেছে নোকিয়ার সবচেয়ে দামি অ্যান্ড্রয়েড ফোন নোকিয়া ৮। উদ্বোধনের অনুষ্ঠানটি হবে লন্ডনে।

০২ ০৮
বিশেষজ্ঞ মহলের মতে, ৪০ হাজারের উপরে দাম হতে পারে এই ফোনের। সম্ভবত ৪৩ হাজার টাকায় পাওয়া যাবে নোকিয়ার নতুন এই ফোন।

বিশেষজ্ঞ মহলের মতে, ৪০ হাজারের উপরে দাম হতে পারে এই ফোনের। সম্ভবত ৪৩ হাজার টাকায় পাওয়া যাবে নোকিয়ার নতুন এই ফোন।

০৩ ০৮
স্ন্যাপড্রাগন কোয়ালকম ৮৩৫ প্রসেসর রয়েছে এই ফোনে। রয়েছে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল মেমরি। তবে কিছু দিনের মধ্যেই ৬ জিবি ও ৮ জিবি র‌্যামের সংস্করণও পাওয়া যাবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

স্ন্যাপড্রাগন কোয়ালকম ৮৩৫ প্রসেসর রয়েছে এই ফোনে। রয়েছে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল মেমরি। তবে কিছু দিনের মধ্যেই ৬ জিবি ও ৮ জিবি র‌্যামের সংস্করণও পাওয়া যাবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

০৪ ০৮
২৫৬ জিবি পর্যন্ত থাকবে এক্সপ্যানডেবল মেমরি। ডুয়াল সিম ও সিঙ্গল সিম, দু’টি ভার্সনেই পাওয়া যাবে এই ফোন।

২৫৬ জিবি পর্যন্ত থাকবে এক্সপ্যানডেবল মেমরি। ডুয়াল সিম ও সিঙ্গল সিম, দু’টি ভার্সনেই পাওয়া যাবে এই ফোন।

০৫ ০৮
চারটি রঙে পাওয়া যাবে এই ফোন। স্টিল, ব্লু, গোল্ড/ব্লু ও গোল্ড/কপার।

চারটি রঙে পাওয়া যাবে এই ফোন। স্টিল, ব্লু, গোল্ড/ব্লু ও গোল্ড/কপার।

০৬ ০৮
অ্যান্ড্রয়েডের ৭.০ ভার্সন পাওয়া যাবে এই ফোনে। থাকবে ৩৯৯৯ এমএএইচ ব্যাটারি।

অ্যান্ড্রয়েডের ৭.০ ভার্সন পাওয়া যাবে এই ফোনে। থাকবে ৩৯৯৯ এমএএইচ ব্যাটারি।

০৭ ০৮
২৪ মেগাপিক্সেলের ডুয়াল ব্যাক ক্যামেরা ও ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে নোকিয়া ৮-এ। এই ফোনের ব্যাক ক্যামেরায় থাকবে কার্ল জেইসের সেনসর।

২৪ মেগাপিক্সেলের ডুয়াল ব্যাক ক্যামেরা ও ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে নোকিয়া ৮-এ। এই ফোনের ব্যাক ক্যামেরায় থাকবে কার্ল জেইসের সেনসর।

০৮ ০৮
নোকিয়া ৮-এর ডিসপ্লে হবে ৫.৭ ইঞ্চির। রেজলিউশন ১৪৪০*২৫৬০।

নোকিয়া ৮-এর ডিসপ্লে হবে ৫.৭ ইঞ্চির। রেজলিউশন ১৪৪০*২৫৬০।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE