Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Photo gallery

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিগুলো আসলে কেমন জানেন?

ছবি তো আর মিথ্যে বলবে না। শোনা কথায় বিশ্বাস না-ই করতে পারি। কিন্তু যা নিজের চোখে দেখছি তা অবিশ্বাস করি কী ভাবে? একটা সময় সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ভাইরাল হয়েছিল। আর যা দেখে মানুষের আক্কেল গুড়ুম হওয়া ছাড়া আর কোনও উপায়ই ছিল না।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৭ ১২:১৭
Share: Save:
০১ ১০
সাত মুখওয়ালা এই সাপের ছবি দেখে তাজ্জব বনে গিয়েছিল মানুষজন। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল এই ছবি।

সাত মুখওয়ালা এই সাপের ছবি দেখে তাজ্জব বনে গিয়েছিল মানুষজন। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল এই ছবি।

০২ ১০
কিন্তু পরে জানা যায় ছবিটি ছিল পুরোপুরি ভুয়ো। এক মাথাওয়ালা কেউটেকেই ফোটোশপে সাত মাথার সাপ বানানো হয়েছিল।

কিন্তু পরে জানা যায় ছবিটি ছিল পুরোপুরি ভুয়ো। এক মাথাওয়ালা কেউটেকেই ফোটোশপে সাত মাথার সাপ বানানো হয়েছিল।

০৩ ১০
শরীরের উপরের অংশ অনাবৃত অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোড়া চালানোর ছবির কথা নিশ্চই সবার মনে আছে।

শরীরের উপরের অংশ অনাবৃত অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোড়া চালানোর ছবির কথা নিশ্চই সবার মনে আছে।

০৪ ১০
কিন্তু এই ছবি প্রকাশের কিছুদিন পরেই পুতিনের ছবিতেও ফোটোশপের কারসাজি চালাল কিছু ব্যক্তি।<br> ছবিতে দেখা গেল পুতিন খালি গায়ে ভল্লুকের পিঠে চেপে রয়েছেন।

কিন্তু এই ছবি প্রকাশের কিছুদিন পরেই পুতিনের ছবিতেও ফোটোশপের কারসাজি চালাল কিছু ব্যক্তি।<br> ছবিতে দেখা গেল পুতিন খালি গায়ে ভল্লুকের পিঠে চেপে রয়েছেন।

০৫ ১০
ক্যালিফোর্নিয়ার সান্টা মনিকা সমুদ্র সৈকতে এক দৈত্যাকৃতির স্কুইড বা এক প্রকার জলজ প্রাণী দেখা গিয়েছিল।

ক্যালিফোর্নিয়ার সান্টা মনিকা সমুদ্র সৈকতে এক দৈত্যাকৃতির স্কুইড বা এক প্রকার জলজ প্রাণী দেখা গিয়েছিল।

০৬ ১০
সত্যিই কি তাই? না, ২০১১ সালে চিলিতে সমুদ্রতটে এক তিমির মৃতদেহ দেখা গিয়েছিল।<br> আর সেই ছবিটি নিয়ে তিমির বদলে এক স্কুইডকে বিরাট মাপের দেখানো হয়েছিল।

সত্যিই কি তাই? না, ২০১১ সালে চিলিতে সমুদ্রতটে এক তিমির মৃতদেহ দেখা গিয়েছিল।<br> আর সেই ছবিটি নিয়ে তিমির বদলে এক স্কুইডকে বিরাট মাপের দেখানো হয়েছিল।

০৭ ১০
পাহাড়ি এলাকা। পাহাড় ঘেরা জলাশয়, যার নাম ‘ফেয়ারি লেক’। আর জলাশয়ের দু’পাশে বেগুনি রঙের গাছের সমাহার।<br> এমন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি জানানো হয় এটি স্কটল্যান্ডের আইল অব স্কাইয়ের একটি জলাশয়।

পাহাড়ি এলাকা। পাহাড় ঘেরা জলাশয়, যার নাম ‘ফেয়ারি লেক’। আর জলাশয়ের দু’পাশে বেগুনি রঙের গাছের সমাহার।<br> এমন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি জানানো হয় এটি স্কটল্যান্ডের আইল অব স্কাইয়ের একটি জলাশয়।

০৮ ১০
কিন্তু পরে জানা যায় যে, সে জায়গায় জলাশয় আছে ঠিকই। কিন্তু তার চারপাশে এমন বেগুনি রঙের গাছ নেই।

কিন্তু পরে জানা যায় যে, সে জায়গায় জলাশয় আছে ঠিকই। কিন্তু তার চারপাশে এমন বেগুনি রঙের গাছ নেই।

০৯ ১০
সোশ্যাল মিডিয়ায় রামধনু রঙের সাপের ছবি ভাইরাল হয়েছিল। যা দেখে অবাক হয়েছিলেন অনেকেই।

সোশ্যাল মিডিয়ায় রামধনু রঙের সাপের ছবি ভাইরাল হয়েছিল। যা দেখে অবাক হয়েছিলেন অনেকেই।

১০ ১০
সেই ছবিটিও নাকি আসল ছিল না। বরং সাদা সাপের গায়ে ফোটোশপের সাহায্য নিয়ে চাপানো হয়েছিল সাত রং।

সেই ছবিটিও নাকি আসল ছিল না। বরং সাদা সাপের গায়ে ফোটোশপের সাহায্য নিয়ে চাপানো হয়েছিল সাত রং।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE