Advertisement
২৭ এপ্রিল ২০২৪
International News

একটি টি ব্যাগের দামে পাওয়া যাবে ৯১ হাজার কাপ চা!

একটি মাত্র টি-ব্যাগ। তার দাম এত টাকা! সেই টাকায় ৯১ হাজার কাপ চা পাওয়া যায় ভারতে। কী এমন আছে সেই টি-ব্যাগে? কেনই বা তার এত দাম? দেখে নেওয়া যাক এক নজরে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৭ ১৫:২৫
Share: Save:
০১ ০৬
একটি মাত্র টি-ব্যাগ। তার দাম এত টাকা! সেই টাকায় ৯১ হাজার কাপ চা পাওয়া যায় ভারতে। কী এমন আছে সেই টি-ব্যাগে? কেনই বা তার এত দাম? দেখে নেওয়া যাক এক নজরে।

একটি মাত্র টি-ব্যাগ। তার দাম এত টাকা! সেই টাকায় ৯১ হাজার কাপ চা পাওয়া যায় ভারতে। কী এমন আছে সেই টি-ব্যাগে? কেনই বা তার এত দাম? দেখে নেওয়া যাক এক নজরে।

০২ ০৬
সেই টি-ব্যাগ হাতে পেলে চা খাওয়ার ইচ্ছে আর কতটা থাকবে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। কারণ ২৮০টি মূল্যবান হীরে খোদাই করা রয়েছে এই ব্যাগে।

সেই টি-ব্যাগ হাতে পেলে চা খাওয়ার ইচ্ছে আর কতটা থাকবে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। কারণ ২৮০টি মূল্যবান হীরে খোদাই করা রয়েছে এই ব্যাগে।

০৩ ০৬
এর দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৯ লক্ষ ১০ হাজার টাকা। যে টাকায় ভারতে প্রায় ৯১ হাজার কাপ চা পাওয়া যাবে।

এর দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৯ লক্ষ ১০ হাজার টাকা। যে টাকায় ভারতে প্রায় ৯১ হাজার কাপ চা পাওয়া যাবে।

০৪ ০৬
বডেল্স জুয়েলার্স এই টি-ব্যাগটি তৈরি করেছিল। ব্রিটিশ চা কোম্পানি ‘পিজি টিপস’-এর ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে তৈরি হয়েছিল এই টি-ব্যাগ।

বডেল্স জুয়েলার্স এই টি-ব্যাগটি তৈরি করেছিল। ব্রিটিশ চা কোম্পানি ‘পিজি টিপস’-এর ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে তৈরি হয়েছিল এই টি-ব্যাগ।

০৫ ০৬
কোনও মেশিনে নয়, তিন মাস ধরে একটি একটি হীরে করে হাতে বুনে তৈরি করা হয়েছিল এটি।

কোনও মেশিনে নয়, তিন মাস ধরে একটি একটি হীরে করে হাতে বুনে তৈরি করা হয়েছিল এটি।

০৬ ০৬
ম্যানচেস্টার চিল্ড্রেন’স হাসপআতালের শিশুদের চিকিৎসা খাতে সাহায্যের উদ্দেশ্যেই তৈরি হয়েছিল এই টি-ব্যাগ।

ম্যানচেস্টার চিল্ড্রেন’স হাসপআতালের শিশুদের চিকিৎসা খাতে সাহায্যের উদ্দেশ্যেই তৈরি হয়েছিল এই টি-ব্যাগ।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE