Advertisement
০২ মে ২০২৪

বরফে ঢেকেছে মরুভূমি, দেখুন সহারার সেই ছবি

তথ্য বলছে, এর আগে ১৯৭৯ সালে তুষারপাত হয়েছিল সাহারায়। তার আগে সহারায় তুষারপাতের ঘটনা জানা যায় না। সে বছর আলজিরিয়ার বিশাল অঞ্চল জুড়ে বরফ পড়েছিল। আধ ঘণ্টার জন্য নাকি স্তব্ধ হয়ে গিয়েছিল ট্রাফিক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৮ ১৪:০৭
Share: Save:
০১ ০৭
চার দশকে তৃতীয় বার। এবং বছরখানেকের মধ্যেই দ্বিতীয় বার। ফের তুষারপাত হল সহারা মরুভূমিতে।

চার দশকে তৃতীয় বার। এবং বছরখানেকের মধ্যেই দ্বিতীয় বার। ফের তুষারপাত হল সহারা মরুভূমিতে।

০২ ০৭
তথ্য বলছে, এর আগে ১৯৭৯ সালে তুষারপাত হয়েছিল সহারায়। তার আগে সহারায় তুষারপাতের ঘটনা জানা যায় না। সে বছর আলজিরিয়ার বিশাল অঞ্চল জুড়ে বরফ পড়েছিল। আধ ঘণ্টার জন্য নাকি স্তব্ধ হয়ে গিয়েছিল ট্রাফিক।

তথ্য বলছে, এর আগে ১৯৭৯ সালে তুষারপাত হয়েছিল সহারায়। তার আগে সহারায় তুষারপাতের ঘটনা জানা যায় না। সে বছর আলজিরিয়ার বিশাল অঞ্চল জুড়ে বরফ পড়েছিল। আধ ঘণ্টার জন্য নাকি স্তব্ধ হয়ে গিয়েছিল ট্রাফিক।

০৩ ০৭
২০১৬ সালের ডিসেম্বরে শেষ বার বরফ পড়েছিল সহারায়।

২০১৬ সালের ডিসেম্বরে শেষ বার বরফ পড়েছিল সহারায়।

০৪ ০৭
এ বছর, দিন তিনেক আগে বরফ পড়ে সহারার আইন সেফ্রা শহরে। ভূমধ্যসাগর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরের এই শহর দক্ষিণ আরজিরিয়ায় অবস্থিত।

এ বছর, দিন তিনেক আগে বরফ পড়ে সহারার আইন সেফ্রা শহরে। ভূমধ্যসাগর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরের এই শহর দক্ষিণ আরজিরিয়ায় অবস্থিত।

০৫ ০৭
দ্য ইন্ডিপেন্ডেন্টের খবর অনুযায়ী, ওই শহরের একেক জায়গায় ৪০ সেন্টিমিটার পর্যন্ত পুরু বরফ পড়েছিল।

দ্য ইন্ডিপেন্ডেন্টের খবর অনুযায়ী, ওই শহরের একেক জায়গায় ৪০ সেন্টিমিটার পর্যন্ত পুরু বরফ পড়েছিল।

০৬ ০৭
ইউরোপের মারাত্মক ঠান্ডা আবহাওয়ার জন্যই এই তুষারপাত বলে জানিয়েছেন আবহবিদরা।

ইউরোপের মারাত্মক ঠান্ডা আবহাওয়ার জন্যই এই তুষারপাত বলে জানিয়েছেন আবহবিদরা।

০৭ ০৭
নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাত্কারে আমেরিকার কোলন বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞানী স্টেফান ক্রোপলিন বলেছেন, আয়তনে সহারা এতটাই বড় যে, সর্বত্র নজর রাখা প্রায় অসম্ভব। ফলে এটা নিশ্চিত ভাবে বলা সম্ভব নয় যে, সহারায় গত ৪০ বছরে তিন বারই মাত্র বরফ পড়েছে। এটাও হতে পারে যে, নজরদারির বাইরের কোনও অঞ্চলে এর মধ্যেও তুষারপাত হয়েছে।

নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাত্কারে আমেরিকার কোলন বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞানী স্টেফান ক্রোপলিন বলেছেন, আয়তনে সহারা এতটাই বড় যে, সর্বত্র নজর রাখা প্রায় অসম্ভব। ফলে এটা নিশ্চিত ভাবে বলা সম্ভব নয় যে, সহারায় গত ৪০ বছরে তিন বারই মাত্র বরফ পড়েছে। এটাও হতে পারে যে, নজরদারির বাইরের কোনও অঞ্চলে এর মধ্যেও তুষারপাত হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE