Advertisement
০৬ মে ২০২৪
Nuclear Weapon

ভয় ধরাচ্ছে কিমের ‘ব্রহ্মাস্ত্র’, কী আছে উত্তর কোরিয়ার নতুন পারমাণবিক ডুবোজাহাজে

পারমাণবিক ডুবোজাহাজ বানাচ্ছে পিয়ংইয়ং। এমনটাই জানিয়েছেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং-উন। এই পারমাণবিক ডুবোজাহাজ বৈদ্যুতিক যুদ্ধসরঞ্জাম এবং অন্যান্য সামরিক সরঞ্জামে ঠাসা থাকবে বলেও জানিয়েছেন কিম।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২২ ০৮:৫৪
Share: Save:
০১ ১৭
পারমাণবিক ডুবোজাহাজ বানাচ্ছে পিয়ংইয়ং। এমনটাই জানিয়েছেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং-উন। কিম ২০১৯ সালে ঘোষণা করেন যে, উত্তর কোরিয়া এমন এক ডুবোজাহাজ বানাচ্ছে, যা পারমাণবিক শক্তিচালিত। এমনকি এটি নিজেও একটি পরমাণু অস্ত্র হিসাবে কাজ করবে।

পারমাণবিক ডুবোজাহাজ বানাচ্ছে পিয়ংইয়ং। এমনটাই জানিয়েছেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং-উন। কিম ২০১৯ সালে ঘোষণা করেন যে, উত্তর কোরিয়া এমন এক ডুবোজাহাজ বানাচ্ছে, যা পারমাণবিক শক্তিচালিত। এমনকি এটি নিজেও একটি পরমাণু অস্ত্র হিসাবে কাজ করবে।

ফাইল ছবি।

০২ ১৭
কিমের এই পারমাণবিক ডুবোজাহাজ বৈদ্যুতিক যুদ্ধসরঞ্জাম এবং অন্যান্য সামরিক সরঞ্জামে ঠাসা থাকবে বলেও জানিয়েছিলেন কিম। উপগ্রহের উপর নজরদারি করার ব্যবস্থা নাকি থাকছে এই ডুবোজাহাজে।

কিমের এই পারমাণবিক ডুবোজাহাজ বৈদ্যুতিক যুদ্ধসরঞ্জাম এবং অন্যান্য সামরিক সরঞ্জামে ঠাসা থাকবে বলেও জানিয়েছিলেন কিম। উপগ্রহের উপর নজরদারি করার ব্যবস্থা নাকি থাকছে এই ডুবোজাহাজে।

ফাইল ছবি।

০৩ ১৭
কী আছে কিমের এই ডুবোজাহাজ? তা জানার জন্য স্বাভাবিক ভাবেই কৌতূহলী বহু দেশ।

কী আছে কিমের এই ডুবোজাহাজ? তা জানার জন্য স্বাভাবিক ভাবেই কৌতূহলী বহু দেশ।

ফাইল ছবি।

০৪ ১৭
এমনিতেই আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক খুব একটা মধুর নয়। আগেও বিভিন্ন বিষয় নিয়ে আমেরিকা এবং উত্তর কোরিয়ার মধ্যে খুটখাট লেগেছে। কিমের এই ডুবোজাহাজকে টক্কর দেওয়ার মতো অস্ত্র তাদের কাছে আছে কি না, তা জানতেও কৌতূহলী আমেরিকা-সহ অন্য দেশগুলি।

এমনিতেই আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক খুব একটা মধুর নয়। আগেও বিভিন্ন বিষয় নিয়ে আমেরিকা এবং উত্তর কোরিয়ার মধ্যে খুটখাট লেগেছে। কিমের এই ডুবোজাহাজকে টক্কর দেওয়ার মতো অস্ত্র তাদের কাছে আছে কি না, তা জানতেও কৌতূহলী আমেরিকা-সহ অন্য দেশগুলি।

ফাইল ছবি।

০৫ ১৭
এর আগেও বহু পরমাণু অস্ত্র বানিয়েছে উত্তর কোরিয়া। কিন্তু সেই সব পরমাণু বোমার ব্যাপ্তি ছিল সীমিত।

এর আগেও বহু পরমাণু অস্ত্র বানিয়েছে উত্তর কোরিয়া। কিন্তু সেই সব পরমাণু বোমার ব্যাপ্তি ছিল সীমিত।

ফাইল ছবি।

০৬ ১৭
কিমের নির্দেশে তৈরি হওয়া এই ডুবোজাহাজ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়তে পারদর্শী।

কিমের নির্দেশে তৈরি হওয়া এই ডুবোজাহাজ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়তে পারদর্শী।

ফাইল ছবি।

০৭ ১৭
এই ডুবোজাহাজের ওজন প্রায় দু’হাজার টন অর্থাৎ প্রায় ২০ লক্ষ কিলোগ্রাম।

এই ডুবোজাহাজের ওজন প্রায় দু’হাজার টন অর্থাৎ প্রায় ২০ লক্ষ কিলোগ্রাম।

ফাইল ছবি।

০৮ ১৭
সাবেক সোভিয়েতের ‘রোমিও ক্লাস’ নামে একটি ডুবোজাহাজ ছিল। শত্রুপক্ষের উপর চাপ সৃষ্টি করতে সেই ডুবোজাহাজের খ্যাতি ছিল বিশ্বজোড়া।

সাবেক সোভিয়েতের ‘রোমিও ক্লাস’ নামে একটি ডুবোজাহাজ ছিল। শত্রুপক্ষের উপর চাপ সৃষ্টি করতে সেই ডুবোজাহাজের খ্যাতি ছিল বিশ্বজোড়া।

ফাইল ছবি।

০৯ ১৭
অনেক দূরে থাকা শত্রু জাহাজ ক্ষেপণাস্ত্র ছুড়ে সহজে কুপোকাত করার ক্ষমতা ছিল সোভিয়েতের এই শক্তিশালী ডুবোজাহাজের।

অনেক দূরে থাকা শত্রু জাহাজ ক্ষেপণাস্ত্র ছুড়ে সহজে কুপোকাত করার ক্ষমতা ছিল সোভিয়েতের এই শক্তিশালী ডুবোজাহাজের।

ফাইল ছবি।

১০ ১৭
সূত্রের খবর অনুযায়ী, সোভিয়েতের সেই ডুবোজাহাজেরই আধুনিক রূপ কিমের এই নয়া ডুবোজাহাজ।

সূত্রের খবর অনুযায়ী, সোভিয়েতের সেই ডুবোজাহাজেরই আধুনিক রূপ কিমের এই নয়া ডুবোজাহাজ।

ফাইল ছবি।

১১ ১৭
তবে উত্তর কোরিয়ার ডুবোজাহাজের মতো সোভিয়েতের ‘রোমিও ক্লাস’ ডুবোজাহাজ পারমাণবিক শক্তিচালিত ছিল না।

তবে উত্তর কোরিয়ার ডুবোজাহাজের মতো সোভিয়েতের ‘রোমিও ক্লাস’ ডুবোজাহাজ পারমাণবিক শক্তিচালিত ছিল না।

ফাইল ছবি।

১২ ১৭
উত্তর কোরিয়ার তৈরি করা ডুবোজাহাজ যে শুধু পরমাণু শক্তিচালিত তা নয়, পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতেও সক্ষম।

উত্তর কোরিয়ার তৈরি করা ডুবোজাহাজ যে শুধু পরমাণু শক্তিচালিত তা নয়, পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতেও সক্ষম।

ফাইল ছবি।

১৩ ১৭
কিমের এই ডুবোজাহাজকে কৌশলগত ডুবোজাহাজ বলেই বর্ণনা করেছেন সে দেশের বিজ্ঞানীরা।

কিমের এই ডুবোজাহাজকে কৌশলগত ডুবোজাহাজ বলেই বর্ণনা করেছেন সে দেশের বিজ্ঞানীরা।

ফাইল ছবি।

১৪ ১৭
উত্তর কোরিয়ার দাবি, তাদের হাতে মোট ৭১টি ডুবোজাহাজ রয়েছে। তবে এই নতুন পরমাণু ডুবোজাহাজ বাকি সব ডুবোজাহাজকে সহজেই কুপোকাত করবে, এমনটাই দাবি সে দেশের সামরিক কর্তাদের।

উত্তর কোরিয়ার দাবি, তাদের হাতে মোট ৭১টি ডুবোজাহাজ রয়েছে। তবে এই নতুন পরমাণু ডুবোজাহাজ বাকি সব ডুবোজাহাজকে সহজেই কুপোকাত করবে, এমনটাই দাবি সে দেশের সামরিক কর্তাদের।

ফাইল ছবি।

১৫ ১৭
চলতি বছরের গোড়ায় উত্তর কোরিয়া ধারাবাহিক ভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা শুরু করার পরই ওয়াশিংটনের তরফে একনায়ক কিম জং উনের ‘পরমাণু পরীক্ষার পরিকল্পনা’ নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল।

চলতি বছরের গোড়ায় উত্তর কোরিয়া ধারাবাহিক ভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা শুরু করার পরই ওয়াশিংটনের তরফে একনায়ক কিম জং উনের ‘পরমাণু পরীক্ষার পরিকল্পনা’ নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল।

ফাইল ছবি।

১৬ ১৭
এর পর সে দেশের সেনাবাহিনী জানায়, আমেরিকা এবং আমেরিকার বন্ধু দেশ দক্ষিণ কোরিয়ায় জবাবি হামলা চালানোর উদ্দেশ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হচ্ছে।

এর পর সে দেশের সেনাবাহিনী জানায়, আমেরিকা এবং আমেরিকার বন্ধু দেশ দক্ষিণ কোরিয়ায় জবাবি হামলা চালানোর উদ্দেশ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হচ্ছে।

ফাইল ছবি।

১৭ ১৭
এর মধ্যেই ১৮ নভেম্বর শুক্রবার, জল্পনা উস্কে দিয়ে জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইয়াশুকাজু হামাদা দাবি করেন, আমেরিকার মূল ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার চালানোর মতো প্রযুক্তি আয়ত্ত করে ফেলেছে উত্তর কোরিয়া। সেই প্রযুক্তি কী কোনও ভাবে ওই পারমাণবিক ডুবোজাহাজের সঙ্গে সম্পর্কিত? ভাবাচ্ছে অনেক দেশকেই।

এর মধ্যেই ১৮ নভেম্বর শুক্রবার, জল্পনা উস্কে দিয়ে জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইয়াশুকাজু হামাদা দাবি করেন, আমেরিকার মূল ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার চালানোর মতো প্রযুক্তি আয়ত্ত করে ফেলেছে উত্তর কোরিয়া। সেই প্রযুক্তি কী কোনও ভাবে ওই পারমাণবিক ডুবোজাহাজের সঙ্গে সম্পর্কিত? ভাবাচ্ছে অনেক দেশকেই।

ফাইল ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE