Advertisement
১৭ ডিসেম্বর ২০২৫
Lifestyle news

ইংরাজিতে কথা বলার সময় এই ভুলগুলো কি আপনিও করেন?

রোজকার জীবনে আমরা অজান্তেই অনেক ভুল ইংরাজি বলে থাকি। সেটা নিয়ে বন্ধুবান্ধবদের হাসিঠাট্টার সম্মুখীনও হতে হয় অনেক সময়। গ্যালারিতে রইল এমনই কিছু ইংরাজি। দেখে নিন এই ভুলগুলো আপনিও করেন কি না।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৪:৩৮
Share: Save:
০১ ০৯
রোজকার জীবনে আমরা অজান্তেই অনেক ভুল ইংরাজি বলে থাকি। সেটা নিয়ে বন্ধুবান্ধবদের হাসিঠাট্টার সম্মুখীনও হতে হয় অনেক সময়। গ্যালারিতে রইল এমনই কিছু ইংরাজি। দেখে নিন এই ভুলগুলো আপনিও করেন কি না।

রোজকার জীবনে আমরা অজান্তেই অনেক ভুল ইংরাজি বলে থাকি। সেটা নিয়ে বন্ধুবান্ধবদের হাসিঠাট্টার সম্মুখীনও হতে হয় অনেক সময়। গ্যালারিতে রইল এমনই কিছু ইংরাজি। দেখে নিন এই ভুলগুলো আপনিও করেন কি না।

০২ ০৯
‘ফার্স্ট-কাম, ফার্স্ট-সার্ভ’। সাধারণত এটাই বলে থাকেন বেশিরভাগ মানুষ। কিন্তু একটু ভাল করে ভেবে দেখুন তো এই কথাটার মধ্যে কোনও ভুল খুঁজে পাচ্ছেন কি না? কথাটা আসলে হবে ‘ফার্স্ট-কাম, ফার্স্ট সার্ভড’।

‘ফার্স্ট-কাম, ফার্স্ট-সার্ভ’। সাধারণত এটাই বলে থাকেন বেশিরভাগ মানুষ। কিন্তু একটু ভাল করে ভেবে দেখুন তো এই কথাটার মধ্যে কোনও ভুল খুঁজে পাচ্ছেন কি না? কথাটা আসলে হবে ‘ফার্স্ট-কাম, ফার্স্ট সার্ভড’।

০৩ ০৯
‘হেডস অফ’ না ‘হ্যাটস অফ’— অনেকেই এটা নিয়ে দ্বিধাগ্রস্ত। কোনও ব্যক্তির প্রশংসা করতে ক্ষেত্র বিশেষে সাধারণত এটা বলি আমরা। বলা হয়, আগে যখন টুপি পরার ব্যাপক প্রচলন ছিল, তখন সামনের মানুষের প্রতি শ্রদ্ধা দেখাতে মাথা থেকে টুপি খুলে ফেলা হত। সেখান থেকেই এই কথাটার প্রচলন। টুপি থেকেই বুঝতে পারছেন নিশ্চয় কথাটা ‘হ্যাটস অফ’। ‘হেডস অফ’ নয়।

‘হেডস অফ’ না ‘হ্যাটস অফ’— অনেকেই এটা নিয়ে দ্বিধাগ্রস্ত। কোনও ব্যক্তির প্রশংসা করতে ক্ষেত্র বিশেষে সাধারণত এটা বলি আমরা। বলা হয়, আগে যখন টুপি পরার ব্যাপক প্রচলন ছিল, তখন সামনের মানুষের প্রতি শ্রদ্ধা দেখাতে মাথা থেকে টুপি খুলে ফেলা হত। সেখান থেকেই এই কথাটার প্রচলন। টুপি থেকেই বুঝতে পারছেন নিশ্চয় কথাটা ‘হ্যাটস অফ’। ‘হেডস অফ’ নয়।

০৪ ০৯
‘নিপ ইট ইন দ্য বাড’ অর্থাৎ কোনও কিছু বাড়তে না দিয়ে শুরুতেই মিটিয়ে ফেলা। ‘নিপ ইট ইন দ্য বাড’ই হল সঠিক। কিন্তু একটু লক্ষ করলেই বুঝতে পারবেন আশেপাশের অনেকেই কিন্তু ভুল করে ‘নিপ ইট ইন দ্য বাট’ বলে থাকেন।

‘নিপ ইট ইন দ্য বাড’ অর্থাৎ কোনও কিছু বাড়তে না দিয়ে শুরুতেই মিটিয়ে ফেলা। ‘নিপ ইট ইন দ্য বাড’ই হল সঠিক। কিন্তু একটু লক্ষ করলেই বুঝতে পারবেন আশেপাশের অনেকেই কিন্তু ভুল করে ‘নিপ ইট ইন দ্য বাট’ বলে থাকেন।

০৫ ০৯
আলোচনার মাঝে বিষয়বস্তু বদলে ফেলতে বা যে বিষয় নিয়ে আলোচনা চলছিল তাকে কিছু ক্ষণের জন্য স্থগিত রাখতে আমরা ‘এনিওয়ে’ বলে থাকি। আপনিও নিশ্চয় এই শব্দটা ব্যবহার করেন। কিন্তু আপনি ‘এনিওয়ে’-ই বলেন তো? ‘এনিওয়েজ’ নয় তো? বলার সময় একটু খেয়াল রাখবেন। অনেকেই কিন্তু এই ভুলটা করেন।

আলোচনার মাঝে বিষয়বস্তু বদলে ফেলতে বা যে বিষয় নিয়ে আলোচনা চলছিল তাকে কিছু ক্ষণের জন্য স্থগিত রাখতে আমরা ‘এনিওয়ে’ বলে থাকি। আপনিও নিশ্চয় এই শব্দটা ব্যবহার করেন। কিন্তু আপনি ‘এনিওয়ে’-ই বলেন তো? ‘এনিওয়েজ’ নয় তো? বলার সময় একটু খেয়াল রাখবেন। অনেকেই কিন্তু এই ভুলটা করেন।

০৬ ০৯
‘এনিওয়ে’-‘এনিওয়েজ’-র মধ্যে যেমন গুলিয়ে ফেলি আমরা, ঠিক একই ধরনের ভুল করি ‘টুওয়ার্ড’-র বদলে ‘টুওয়ার্ডস’, ‘রানার্স-আপ’-র বদলে ‘রানার-আপস’ বলে।

‘এনিওয়ে’-‘এনিওয়েজ’-র মধ্যে যেমন গুলিয়ে ফেলি আমরা, ঠিক একই ধরনের ভুল করি ‘টুওয়ার্ড’-র বদলে ‘টুওয়ার্ডস’, ‘রানার্স-আপ’-র বদলে ‘রানার-আপস’ বলে।

০৭ ০৯
দুর্ঘটনায় মারা গিয়েছেন, এর ইংরাজিতে ‘অ্যাক্সিডেন্ট’-র আগে অনেকেই ভুলবশত ‘অন’ শব্দটি ব্যবহার করেন। অর্থাৎ ‘অন অ্যাক্সিডেন্ট’। কিন্তু হওয়া উচিত ‘বাই অ্যাক্সিডেন্ট’।

দুর্ঘটনায় মারা গিয়েছেন, এর ইংরাজিতে ‘অ্যাক্সিডেন্ট’-র আগে অনেকেই ভুলবশত ‘অন’ শব্দটি ব্যবহার করেন। অর্থাৎ ‘অন অ্যাক্সিডেন্ট’। কিন্তু হওয়া উচিত ‘বাই অ্যাক্সিডেন্ট’।

০৮ ০৯
‘এসপ্রেসো’ এক ধরনের ইতালিয়ান কফি। অথচ কফি শপে অনেকেই ‘এক্সপ্রেসো’ খেতে চান। মনে রাখবেন, ‘এক্সপ্রেসো’ বলে কোনও কফি কিন্তু নেই। না জানার কারণে ‘এসপ্রেসো’-কেই ভুল উচ্চারণ করেন তাঁরা।

‘এসপ্রেসো’ এক ধরনের ইতালিয়ান কফি। অথচ কফি শপে অনেকেই ‘এক্সপ্রেসো’ খেতে চান। মনে রাখবেন, ‘এক্সপ্রেসো’ বলে কোনও কফি কিন্তু নেই। না জানার কারণে ‘এসপ্রেসো’-কেই ভুল উচ্চারণ করেন তাঁরা।

০৯ ০৯
তবে সবচেয়ে কমন ভুল ইংরাজি বোধহয় ‘ফার্স্ট’ আর ‘ফাস্ট’। আর এই ভুলটা আমরা অনেকে করি। শুধুমাত্র উচ্চারণের ভুলের কারণে। ইংরাজিতে এই দুই শব্দের মানে আলাদা। ‘ফার্স্ট’ অর্থাৎ প্রথম এবং ‘ফাস্ট’ মানে দ্রুত।

তবে সবচেয়ে কমন ভুল ইংরাজি বোধহয় ‘ফার্স্ট’ আর ‘ফাস্ট’। আর এই ভুলটা আমরা অনেকে করি। শুধুমাত্র উচ্চারণের ভুলের কারণে। ইংরাজিতে এই দুই শব্দের মানে আলাদা। ‘ফার্স্ট’ অর্থাৎ প্রথম এবং ‘ফাস্ট’ মানে দ্রুত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy