Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Varanasi

দিল্লি নয়, দেশের সবচেয়ে দূষিত এই শহর!

দূষণের তালিকায় দিল্লির থেকেও এগিয়ে রয়েছে উত্তরপ্রদেশের বারাণসী, গুরুগ্রাম।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৭ ১৫:২৫
Share: Save:
০১ ০৫
গত শুক্রবার পরিবেশ নিয়ন্ত্রক বোর্ডের হিসেবে দেখা গিয়েছে, বিকেল চারটের সময় বারাণসীতে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৪৯১।

গত শুক্রবার পরিবেশ নিয়ন্ত্রক বোর্ডের হিসেবে দেখা গিয়েছে, বিকেল চারটের সময় বারাণসীতে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৪৯১।

০২ ০৫
ওই সময় হরিয়ানার গুরুগ্রামে একিউআই ছিল ৪৮০।

ওই সময় হরিয়ানার গুরুগ্রামে একিউআই ছিল ৪৮০।

০৩ ০৫
তালিকায় তিন নম্বরে রয়েছে রাজধানীর নাম। পরিবেশ দূষণের জেরে জেরবার দিল্লীতে সে দিন একিউআই ছিল ৪৬৮।

তালিকায় তিন নম্বরে রয়েছে রাজধানীর নাম। পরিবেশ দূষণের জেরে জেরবার দিল্লীতে সে দিন একিউআই ছিল ৪৬৮।

০৪ ০৫
তবে, দূষণের নিরিখে দিল্লির থেকে খুব একটা পিছিয়ে নেই লখনউ। যেখানে এই হার ছিল ৪৬২।

তবে, দূষণের নিরিখে দিল্লির থেকে খুব একটা পিছিয়ে নেই লখনউ। যেখানে এই হার ছিল ৪৬২।

০৫ ০৫
৪২ টি শহরের উপর পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে কানপুর। একিউআই-এর হার সেখানে লখনউ থেকে মাত্র এক কম। অর্থাৎ, ৪৬১।

৪২ টি শহরের উপর পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে কানপুর। একিউআই-এর হার সেখানে লখনউ থেকে মাত্র এক কম। অর্থাৎ, ৪৬১।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE