Advertisement
০৫ মে ২০২৪

মৃত্যুকে হারিয়ে ফিরে এসেছেন যারা

পারলেন না হনুমন্থাপ্পা কোপ্পড়। প্রায় তিন দিন কোমায় থেকে মৃত্যুর কাছে হেরে গেলেন ভারতীয় সেনাবাহিনীর এই জওয়ান। হনুমন্থাপ্পা না পারলেও ভয়ঙ্কর দুর্ঘটনার পর সাক্ষাত্ মৃত্যুর মুখ থেকে ফিরে আসার নজির কিন্তু বিরল নয়।

ডরসেটে তীব্র গতিতে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন বছর সতেরোর কিশোরী ক্যাটরিনা। ঘণ্টায় ১১০ কিলোমিটারে থাকা গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনায় পড়ে।<br> কোনওমতে প্রাণটুকু বাঁচাতে পারলেও সে যে আর কোনও দিনই হাঁটতে পারবে না, তা জানিয়ে দিয়েছিলেন চিকিত্সকেরা। <br>সারা শরীরে ১১টি রড এবং গোটা পঞ্চাশেক টাইটেনিয়াম পিন লাগিয়ে দেওয়া হয় তাঁর। কিন্তু আশ্চর্যজনক ভাবে পাঁচ মাস পরে হঠাত্ই হাঁটতে শুরু করে ক্যাটরিনা। <br>পরে পেনকিলার নেওয়াও বন্ধ করে সে।

ডরসেটে তীব্র গতিতে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন বছর সতেরোর কিশোরী ক্যাটরিনা। ঘণ্টায় ১১০ কিলোমিটারে থাকা গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনায় পড়ে।<br> কোনওমতে প্রাণটুকু বাঁচাতে পারলেও সে যে আর কোনও দিনই হাঁটতে পারবে না, তা জানিয়ে দিয়েছিলেন চিকিত্সকেরা। <br>সারা শরীরে ১১টি রড এবং গোটা পঞ্চাশেক টাইটেনিয়াম পিন লাগিয়ে দেওয়া হয় তাঁর। কিন্তু আশ্চর্যজনক ভাবে পাঁচ মাস পরে হঠাত্ই হাঁটতে শুরু করে ক্যাটরিনা। <br>পরে পেনকিলার নেওয়াও বন্ধ করে সে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৪৮
Share: Save:

পারলেন না হনুমন্থাপ্পা কোপ্পড়। প্রায় তিন দিন কোমায় থেকে মৃত্যুর কাছে হেরে গেলেন ভারতীয় সেনাবাহিনীর এই জওয়ান। হনুমন্থাপ্পা না পারলেও ভয়ঙ্কর দুর্ঘটনার পর সাক্ষাত্ মৃত্যুর মুখ থেকে ফিরে আসার নজির কিন্তু বিরল নয়। কখনও বছরের পর বছর কোমায় থাকার পর সুস্থ হয়েছেন রোগী, কখনও আবার ৪৭ তলা থেকে পড়ে গিয়েও বেঁচে গিয়েছেন কেউ। সঙ্গের গ্যালারিতে চিকিত্সা বিজ্ঞানের সেই সব মির‌্যাকলের হদিশ।

আরও পড়ুন:
মৃত্যুর বাউন্সার সামলে জীবনের ক্রিজে দাপটে খেলছেন যাঁরা
প্রকৃতি নয়, মানুষের হাতে তৈরি এই সব চোখ ধাঁধাঁনো দ্বীপ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

medical miracles picture gallery
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE