গাজ়ায় যুদ্ধ শুরু হয়েছে ইজ়রায়েল এবং প্যালেস্তাইনের জঙ্গিগোষ্ঠী হামাসের মধ্যে। তবে এই দুই যুযুধান দেশের ‘শত্রুতা’ বা লড়াই নতুন নয়। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকেই চলছে দু’পক্ষের সংঘাত। আরবদের সঙ্গে ইহুদিদের জাতিগত শত্রুতার শুরু ইসলামের জন্মের আগে থেকেই। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট থেকে জানা যায়, ইজ়রায়েল অঞ্চল থেকে ইহুদিদের বিতাড়িত হতে হয়েছিল। তার পর তারা দেশ-বিচ্ছিন্ন হয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। কিন্তু, আধুনিক কালে আরব ও ইহুদিদের সংঘাতের সূত্রপাত প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে।
প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকারকে ইহুদি সম্প্রদায় অর্থসাহায্য করে। পরিবর্তে ইহুদি জ়ায়োনিস্ট নেতারা (ইহুদিদের সংহতি বিষয়ক এবং আদিভূমি পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত আন্দোলন) তাঁদের আদিভূমির দাবি জানান। ১৯১৭ সালে ব্রিটেনের বিদেশ সচিব আর্থার ব্যালফুর ব্রিটিশ ইহুদি নেতা লর্ড রথসচাইল্ডের কাছে এক পত্র দ্বারা সেই সময়ে ওটোমান সাম্রাজ্যের হাত থেকে ইজরায়েল উদ্ধার সম্ভব হলে তা ব্রিটেন ও আয়ারল্যান্ডের জায়োনিস্ট ফেডারেশনের হাতে তুলে দেওয়ার কথা বলেন।