Advertisement
২৭ এপ্রিল ২০২৪

‘মৎসকন্যা’দের এই দেশে গেলে আপনিও হয়ে যাবেন মৎসকন্যা!

ছোটবেলায় ডিজনির বইটা থেকে এক ঢাল লাল চুলের বহর নিয়ে উঁকি দিত পুঁচকে মৎসকন্যা। যার শরীরের নীচের অংশটুকু মাছ আর ওপরটা দিব্যি হাসিখুশি মেয়ে। সবজে লেজ, বেগুনি অন্তর্বাসের সেই ছোট্ট মেয়ের পোশাকি নাম লিটল মারমেড।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৭ ১২:০১
Share: Save:
০১ ০৮
মধ্য আমেরিকার সমুদ্র তীরবর্তী ছোট্ট শহর বেলিজ। এখানেই রয়েছে ‘সিরেনালিয়া’ নামের একটি স্থানীয় সংস্থা।

মধ্য আমেরিকার সমুদ্র তীরবর্তী ছোট্ট শহর বেলিজ। এখানেই রয়েছে ‘সিরেনালিয়া’ নামের একটি স্থানীয় সংস্থা।

০২ ০৮
এই সংস্থাই আপনাকে সুযোগ দেবে ‘মৎসকন্যা’ হয়ে যাওয়ার। শুধু তাই নয়, সমুদ্রের নীচে ‘মারমেড পার্টি’ও করতে পারবেন আপনি।

এই সংস্থাই আপনাকে সুযোগ দেবে ‘মৎসকন্যা’ হয়ে যাওয়ার। শুধু তাই নয়, সমুদ্রের নীচে ‘মারমেড পার্টি’ও করতে পারবেন আপনি।

০৩ ০৮
কিন্তু কী ভাবে? আসলে এই কোম্পানি মারমেড হয়ে ওঠার সমস্ত সরঞ্জাম ভাড়া দেয়।

কিন্তু কী ভাবে? আসলে এই কোম্পানি মারমেড হয়ে ওঠার সমস্ত সরঞ্জাম ভাড়া দেয়।

০৪ ০৮
সিলিকন লেজ থেকে শুরু করে জুয়েলারি, মানানসই ওয়াটারপ্রুফ মেকআপ, মারমেড স্পেশাল আসবাব সব কিছুরই <br> ব্যবস্থা রয়েছে এখানে। এখানে এলে তাই আপনি মৎসকন্যা হয়ে উঠতে পারবেন সহজেই।

সিলিকন লেজ থেকে শুরু করে জুয়েলারি, মানানসই ওয়াটারপ্রুফ মেকআপ, মারমেড স্পেশাল আসবাব সব কিছুরই <br> ব্যবস্থা রয়েছে এখানে। এখানে এলে তাই আপনি মৎসকন্যা হয়ে উঠতে পারবেন সহজেই।

০৫ ০৮
তবে তার আগে খরচ করতে হবে ২০০০ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ লক্ষ ৩৬ হাজার টাকার কাছাকাছি।

তবে তার আগে খরচ করতে হবে ২০০০ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ লক্ষ ৩৬ হাজার টাকার কাছাকাছি।

০৬ ০৮
সিলিকন লেজের পাশাপাশি ‘সিরেনলিয়া’ আপনাকে দেবে শামুক-ঝিনুকের তৈরি পোশাকও। যা পরে মৎসকন্যা বনে যেতে পারবেন।

সিলিকন লেজের পাশাপাশি ‘সিরেনলিয়া’ আপনাকে দেবে শামুক-ঝিনুকের তৈরি পোশাকও। যা পরে মৎসকন্যা বনে যেতে পারবেন।

০৭ ০৮
সমুদ্রের নীচে রাখা আছে মারমেড’র সঙ্গে মানানসই নানান পার্টি সরঞ্জামও।

সমুদ্রের নীচে রাখা আছে মারমেড’র সঙ্গে মানানসই নানান পার্টি সরঞ্জামও।

০৮ ০৮
এই পুরো অনুষ্ঠানটি আয়োজন করে বেলিজের ‘ওসন অ্যাকাডেমি’। এর মূল উদ্দেশ্য হল প্রকৃতিকে আরও <br> কাছ থেকে চেনা, তার সঙ্গে আরও নিবিড় পরিচয় তৈরি করা।

এই পুরো অনুষ্ঠানটি আয়োজন করে বেলিজের ‘ওসন অ্যাকাডেমি’। এর মূল উদ্দেশ্য হল প্রকৃতিকে আরও <br> কাছ থেকে চেনা, তার সঙ্গে আরও নিবিড় পরিচয় তৈরি করা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE