জন্ম গ্যালিলিওর মৃত্যু দিনে, মৃত্যু অ্যালবার্ট আইনস্টাইনের জন্মদিনে। স্টিফেন হকিং-এর জন্ম-মৃত্যু-জীবন সবটাই যেন এক সুতোয় বেঁধে দিয়েছে বিজ্ঞান। অ্যালবার্ট আইনস্টাইনের পর দ্য মোস্ট সেলিব্রেটেড বিজ্ঞানী তিনিই। বিভিন্ন সময়ে তাঁর জীবন নিয়ে তৈরি হয়েছে ছবি, কার্টুন চরিত্র। তাঁকে নিয়ে লেখা হয়েছে গান। এই গ্যালারিতে দেখে নেব তেমনই কিছু।
সিনেমার মতোই বর্ণময় ছিল তাঁর ব্যক্তিজীবনও। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বন্ধুর বোন জেন ওয়াইল্ডের প্রেমে পড়ে তাঁকে বিয়ে করেন হকিং। ১৫ বছরের বিবাহিত জীবনের পর দু’জনের মধ্যে দূরত্ব বা়ড়লে নিজের নার্স এলিন ম্যাসনের প্রেমে পড়েন ও তাঁকে বিয়ে করেন হকিং। যদিও পরে ম্যানসনের সঙ্গে বিচ্ছেদ হলে প্রথম স্ত্রী জেন ও ছেলে, মেয়েরা আবার কাছাকাছি আসে তাঁর।