Advertisement
১১ মে ২০২৪
Leander Paes

২৭ বছর পর ডেভিস কাপ দলে নেই লিয়েন্ডার

বেশ কয়েকদিন ধরে ভারতীয় টেনিসে আলোচনার মূল কেন্দ্রে ছিলেন লিয়েন্ডার। ডেভিস কাপের আগে লিয়েন্ডারের ফর্ম চিন্তায় রেখেছিল সর্ব ভারতীয় টেনিস অ্যাসোসিয়েশানকে।

লিয়েন্ডার পেজ। ছবি: সংগৃহীত।

লিয়েন্ডার পেজ। ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৭ ২০:৪৬
Share: Save:

ডেভিস কাপের দল থেকে বাদ পরলেন ভারতের অন্যতম সেরা টেনিস তারকা লিয়েন্ডার পেজ। আসন্ন সেপ্টেম্বরে কানাডার বিপক্ষে ওর্য়াল্ড গ্রুপ প্লে-অফের জন্য ঘোষণা করা ডেভিস কাপ দল থেকে বাদ দেওয়া হল লিয়েন্ডারকে।

এমনিতেই বেশ কয়েকদিন ধরে ভারতীয় টেনিসে আলোচনার মূল কেন্দ্রে ছিলেন লিয়েন্ডার। ডেভিস কাপের আগে লিয়েন্ডারের ফর্ম চিন্তায় রেখেছিল সর্ব ভারতীয় টেনিস অ্যাসোসিয়েশানকে। এরই মধ্যে জল্পনা চলছিল হয়ত আসন্ন ডেভিসের দলে দেখা যাবে না তাঁকে। অবশেষে সেই জল্পনাই সত্যি হল।

লিয়েন্ডারকে বাদ দেওয়ার দিন ভারতের ডেভিস কাপ দলে ফেরান হল সাকেথ মাইনেনি এবং ইয়ুকি ভাম্রিকে। এই দু’জন ছারাও ভারতের ডেভিস কাপ দলে জায়গা করে নেন রোহান বোপান্ন এবং রামকুমার রামানাথন। ডেভিসে ভারতীয় দলেরর নেতৃত্বে থাকবেন এক সময়ে লিয়েন্ডারের অন্যতম সতীর্থ মহেশ ভূপতি।

আরও পড়ুন: ইউএস ওপেনের আগেই ধাক্কা খেলেন ফেডেরার

আরও পড়ুন: ফুটবলটা কিন্তু একই আছে: নেমার

সোমবার ডেভিস কাপের দল নির্বাচনের পর সর্ব ভারতীয় টেনিস অ্যাসোসিয়েশানের প্রধান নির্বাচক এসপি মিশ্রা বলেন, “ডবলসের জন্য বোপান্ন অটমেটিক চয়েস হওয়ায় লিয়েন্ডারকে নেওয়া সম্ভব হয়নি। তবে, ভবিষ্যতের জন্য পেজ আমাদের নজরে অবশ্যই থাকবে। অধিনায়ক চান দলে তিনজন সিঙ্গলসের প্লেয়ার খেলাতে।”

ভারতের ডেভিস কাপ দল:

ইয়ুকি ভাম্রি, রামকুমার রামনাথন, সাকেথ মাইনেনি, রোহান বোপান্ন

রিজার্ভ বেঞ্জ:

প্রাজনেস গুন্নেসওয়ারানা, এন শ্রীরাম বালাজি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE