Advertisement
০৪ মে ২০২৪
Twitter

৫ রানে আউট বিরাট, টুইটারে ট্রোল্ড অনুষ্কাও

শুক্রবার কেপটাউন টেস্টের প্রথম দিন মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন বিরাট। আর এর পরই সমর্থকদের নিশানায় সদ্য বিবাহিতা অনুষ্কা।

বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মা। ছবি: এএফপি।

বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মা। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৮ ১১:০৯
Share: Save:

ইতালির তাস্কানিতে স্বপ্নের বিয়ে, ভারতে ফিরে দুটো জমকালো রিসেপশন পর্বের পর দক্ষিণ আফ্রিকা সফর। ফ্যানদের অভিনন্দন বন্যায় ভেসে যাচ্ছিলেন বিরাট-অনুষ্কা। ঠিকই চলছিল সব কিছু। হঠাৎই বদলে গেল পুরো চিত্রটা।

শুক্রবার কেপটাউন টেস্টের প্রথম দিন মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন বিরাট। আর এর পরই সমর্থকদের নিশানায় বিরুষ্কা।

একই সঙ্গে বিরাট এবং অনুষ্কাকে ট্রোল করে একের পর টুইট করতে থাকেন ভারতীয় সমর্থকরা।

আরও পড়ুন: পিচ নিয়ে পাওয়া যাচ্ছে রহস্যের গন্ধ

আরও পড়ুন: টেস্ট দলে অভিষেকেই বুমরাহর শিকার ডি ভিলিয়ার্স

অনুষ্কা-বিরাটের কথোপকথনের একটা কাল্পনিক অংশ তুলে ধরে টুইট করেন একজন। তাতে অনুষ্কাকে বলতে দেখা যায়, “বিরাট, আমরা দ্বিতীয় হনিমুনে কোথায় যাব? উত্তরে বিরাট বলেন, অবশ্যই ভারতে কোথাও। দেশের বাইরে আমি তেমন স্বাচ্ছন্দ্য বোধ করি না।”

কোহালির হানিমুনের প্রসঙ্গ তুলে এক জন লেখেন, “সরকারি ভাবে কোহালির হানিমুন শেষ হল।”

কেউ লেখেন, কোহালির অফ স্টাম্পের বাইরের বলের সঙ্গে ফ্লার্ট করা দেখে অনুষ্কা নাকি এতটাই বিরক্ত যে, তিনি বিচ্ছেদ চাইছেন।

এক ভারতীয় সমর্থক লেখেন, “এটাই সত্যি যে বিরাট কোহালি পুরো সিরিজেই কম রান করবে এবং পুরো সিরিজে অনুষ্কা শর্মা গালি খাবে।”

বিরাটের রান না পাওয়ায় অনুষ্কাকে নিশানা করার প্রবণতা অবশ্য নতুন নয়। বিশ্বকাপ সেমিফাইনালে রান না পাওয়ায় ট্রোলড হতে হয় অনুষ্কাকে। তবে প্রতি বারই অনুষ্কার পাশে দাঁড়িয়েছেন বিরাট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE