Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Harmanpreet Kaur

পঞ্জাব পুলিশের ডিএসপি পদে যোগ দিলেন হরমনপ্রীত কউর

ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হিসেবে পঞ্জাব পুলিশে যোগ দিলেন ভারতীয় মহিলা টি২০ দলের অধিনায়ক হরমনপ্রীত কউর।

হরমনপ্রীত কউরের ইউনিফর্মে স্টার স্টার লাগিয়ে দিচ্ছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ। ছবি: টুইটার।

হরমনপ্রীত কউরের ইউনিফর্মে স্টার স্টার লাগিয়ে দিচ্ছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ মার্চ ২০১৮ ১৩:৪৪
Share: Save:

অবশেষে স্বপ্ন সত্যি হল হরমনপ্রীত কউরের। ভারতীয় রেলের চাকরি ছেড়ে ডেপুটি সুপারেনটেন্ডেন্ট(ডিএসপি) হিসেবে পঞ্জাব পুলিশে যোগ দিলেন ভারতীয় মহিলা টি২০ দলের অধিনায়ক হরমনপ্রীত কউর।

পঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল সুরেশ অরোরা এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ তাঁর ইউনিফর্মে স্টার লাগিয়ে দেন।

পরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ টুইট করে বলেন “ডিজিপি সুরেশ অরোরার সঙ্গে পঞ্জাব পুলিশের ডিএসপি পদে যোগ দেওয়া তরুণ ক্রিকেটার হরমনপ্রীত কউরের ইউনিফর্মে তারা লাগাতে পেরে গর্ব হচ্ছে। পারফরম্যান্সের জোরে ও আমাদের বহু বার গর্বিত করেছে। আমি বিশ্বাসী ও এ রকমটা আরও করবে। আমার শুভ কামনা রইল।” ’ ’ (_)

পরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ টুইট করে বলেন “ডিজিপি সুরেশ অরোরার সঙ্গে পঞ্জাব পুলিশের ডিএসপি পদে যোগ দেওয়া তরুণ ক্রিকেটার হরমনপ্রীত কউরের ইউনিফর্মে তারা লাগাতে পেরে গর্ব হচ্ছে। পারফরম্যান্সের জোরে ও আমাদের বহু বার গর্বিত করেছে। আমি বিশ্বাসী ও এ রকমটা আরও করবে। আমার শুভ কামনা রইল।” (_)

পঞ্জাব পুলিশে যোগ দেওয়ার কয়েক দিন আগে টুইট করে হরমনপ্রীত জানান “ডিএসপি হিসেবে পঞ্জাব পুলিশে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছি। ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহজী আপনাকে ধন্যবাদ। আপনার সমর্থন এবং অনুপ্রেরণা সব সময় আমাকে নিজের সেরাটা দিতে অনুপ্রাণিত করবে। পীযূষ গয়ালজী আপনাকেও ধন্যবাদ জানাই।” _ &

তবে, নিজের স্বপ্নের চাকরি পাওয়াটা একেবারেই সহজ ছিল না তরুণ এই ক্রিকেটারের জন্য। অনেক প্রতিকূলতা টপকে অবশেষে নিজের স্বপ্নের চাকরিতে যোগ দিলেন হরমনপ্রীত।

শুরু থেকেই রেলের চাকরি নিয়ে সন্তুষ্ট ছিলেন না হরমনপ্রীত। প্রথম থেকেই হরমনপ্রীতের লক্ষ্য ছিল পঞ্জাব পুলিশে চাকরি করা। সেই মতো রেলে যোগ দেওয়ার আগে পঞ্জাব পুলিশে চাকরির জন্য আবেদন জানিয়েছিলেন হরমনপ্রীত। সে সময় কম অপমানিত হতে হয়নি তাঁকে। হরমনপ্রীতের কাছে জানতে চাওয়া হয়, তিনি কী হরভজন সিংহ যে তাঁকে ডিএসপি-র পদে চাকরি দেওয়া হবে? সে দিন অপমানিত হয়ে বেরিয়ে আসেন হরমনপ্রীত।

আরও পড়ুন: কামাল করবে বিরাট-ধোনির জুটিই: কপিল

আরও পড়ুন: শ্রীলঙ্কায় রিজার্ভ বেঞ্চ দেখে নিতে চায় ভারত

এর পর সচিন তেন্ডুলকরের হস্তক্ষেপে রেলের চাকরি পান তিনি। কিন্তু গত বছর বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের সুবাদে হরমনপ্রীতকে রাজ্যে ফেরাতে সচেষ্ট হয়ে ওঠে পঞ্জাব সরকার। গত বছর জুলাই মাসে পঞ্জাবের মুখ্যমন্ত্রী হরমনপ্রীতকে ডিএসপি পদে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ করেন।

কিন্তু সেই সময় মাত্র তিন বছর রেলের হয়ে চাকরি সম্পূর্ণ করেছেন হরমনপ্রীত। রেলের সঙ্গে হরমনপ্রীতের চুক্তি অনুযায়ী পাঁচ বছর তাঁকে চাকরি করতেই হতো, নয়তো পাঁচ বছরের মাইনে ফেরত দিতে হত ভারতীয় রেলওয়েকে।

এই পরিস্থিতিতে রেলমন্ত্রকের সঙ্গে কথা বলে দ্রুত এই জটিলতা থেকে  হরমনপ্রীতকে মুক্ত করতে আলোচনায় বসেন পঞ্জাবের মূখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। অবশেষে অমরিন্দর সিংহের হস্তক্ষেপে সব জটিলতা কাটিয়ে নিজের পছন্দের চাকরি তে যোগ দিলেন হরমনপ্রীত।

এই পরিস্থিতিতে রেলমন্ত্রকের সঙ্গে কথা বলে দ্রুত এই জটিলতা থেকে হরমনপ্রীতকে মুক্ত করতে আলোচনায় বসেন পঞ্জাবের মূখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। অবশেষে অমরিন্দর সিংহের হস্তক্ষেপে সব জটিলতা কাটিয়ে নিজের পছন্দের চাকরি তে যোগ দিলেন হরমনপ্রীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE