Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Bangladesh vs Australia

ক্রিকেটে আবার ব্যাঘ্র গর্জন, সাকিবদের হাতে অস্ট্রেলিয়া বধ

একটা সময় মনে হচ্ছিল, খেলা চলছে সাকিব অল হাসান বনাম ১১ অস্ট্রেলীয় ক্রিকেটারের। ওয়ার্নার-স্মিথের ব্যাটে যখন চতুর্থ দিনে ম্যাচ থেকে প্রায় ছিটকে গিয়েছে বাংলাদেশ, তখনই এল সাকিবের সেই স্পেল।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৭ ১২:৫৬
Share: Save:

বাংলাদেশ ২৬০/১০ এবং ২২১/১০

অস্ট্রেলিয়া ২১৭/১০ এবং ২৪৪/১০

ঐতিহাসিক জয়। অনবদ্য পারফরম্যান্স। এবং দুরন্ত সাকিব। ঢাকায় ১১ বাঙালির গর্জনে ছিটকে গেল বিশ্বের অন্যতম সেরা দল। টেস্টে প্রথম বার অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ।

একটা সময় মনে হচ্ছিল, খেলা চলছে সাকিব অল হাসান বনাম ১১ অস্ট্রেলীয় ক্রিকেটারের। ওয়ার্নার-স্মিথের ব্যাটে যখন চতুর্থ দিনে ম্যাচ থেকে প্রায় ছিটকে গিয়েছে বাংলাদেশ, তখনই এল সাকিবের সেই স্পেল। একে একে ফিরে গেলেন শতরানকারি ডেভিড ওয়ার্নার, স্মিথ, ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েডরা। নবম উইকেটে ২৯ রান যোগ করে যখন ফের একবার জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া, তখন ফের সাকিবের হুঙ্কার।

কার্টুন: অর্ঘ্য মান্না

আরও পড়ুন: হাসিনা মাঠে ঢুকলেন, আর পরের ওভারেই ইতিহাস গড়লেন সাকিবরা

আরও পড়ুন: জয়সূর্যের নেতৃত্বে শ্রীলঙ্কার নির্বাচকমণ্ডলীর ইস্তফা

• অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে দিল বাংলাদেশ।

• অস্ট্রেলিয়ার হয়ে শেষ উইকেটে কিছুটা লড়াই চালান প্যাট কামিন্স।

• ৭০. ৫ ওভারে ২৪৪ রানে শেষ অস্ট্রেলিয়ার ইনিংস

• সাড়ে তিন দিনেই শেষ হয়ে গেল বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট।

• বাংলাদেশের হয়ে ম্যাচ উইনিং পারফরম্যান্স সাকিব আল হাসানের।

• ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছে সাকিব আল হাসান।

• পর পর দু'ইনিংসে পাঁচ উইকেট নেন সাকিব।

ম্যাচ জিতার পর সাকিবের উচ্ছ্বাস। ছবি: এএফপি।

• ব্যাট হাতেও নিজের জাদু দেখান এই অলরাউন্ডার। দুই ইনিংস মিলিয়ে ৮৯ রান করেন সাকিব।

• সাকিব ছাড়াও উইকেট পান মেহেদি হাসান।

• তাইজুল ইসলামও দলের জয়ে অবদান রাখেন।

• কেরিয়ারে দ্বিতীয় বার একই টেস্টে ব্যাট হাতে অর্ধশতরান এবং বল হাত দশ উইকেট পেলেন সাকিব। সাকিবের আগে এক মাত্র আছেন রিচার্ড হেডলি। টেস্ট তিন বার এই কৃতিত্ব করেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE