Advertisement
১৮ মে ২০২৪
Sports News

নির্বাসিত দুই আইপিএল দলকে স্বাগত জানাল বিসিসিআই

এই দুই দল ফিরে আসায় আইপিএল সমৃদ্ধ হবে। দুই দলই আইপিএল-এর আসরে সাফল্য পেয়েছে। সঙ্গে পেয়েছে প্রচুর সমর্থনও। তাদের ফ্যানেরা আবার নিজেদের দলকে ফিরে খুশি হবে। নিজেদের পছন্দের প্লেয়ারদের আবার দেখতে পাবে আগামী আইপিএল মরসুমে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৭ ২২:০২
Share: Save:

বৃহস্পতিবারই নির্বাসন উঠে গিয়েছিল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের। আর শুক্রবার এই দুই দলকে স্বাগত জানিয়ে বিসিসিআই বুঝিয়ে দিল তাদের ফেরা নিশ্চিত। দুই ফ্র্যাঞ্চাইজিই দু’বছরের নির্বাসন কাটিয়ে ফিরল। মাঝের দু’বছর সেই জায়গায় খেলেছে পুণে সুপার জায়ান্টস ও গুজরাত লায়ন্স। দু’বছরেই শেষ হয়ে গেল এই দুই দলের ভাগ্য। লো়ঢা কমিটি এই দুই দলকে খেলার ছাড়পত্র দিয়েছে। বিসিসিআই-এর কার্যকরী সভাপতি সিকে খন্না বলেন, ‘‘এই দুই দল ফিরে আসায় আইপিএল সমৃদ্ধ হবে। দুই দলই আইপিএল-এর আসরে সাফল্য পেয়েছে। সঙ্গে পেয়েছে প্রচুর সমর্থনও। তাদের ফ্যানেরা আবার নিজেদের দলকে ফিরে খুশি হবে। নিজেদের পছন্দের প্লেয়ারদের আবার দেখতে পাবে আগামী আইপিএল মরসুমে।’’

আরও খবর: নির্বাসন কাটিয়ে ধোনিকে পেতে মুখিয়ে সিএসকে

আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লও এই দুই দলকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘‘চেন্নাই ও রাজস্থানকে স্বাগত জানাতে পেরে ভাল লাগছে। কার্যসূত্রে এই দুই দলের সঙ্গে আমাদের দারুণ সম্পর্ক ছিল। আশা করছি সেটা অক্ষতই থাকবে। ঠিক যে ভাবে অতীতে উপভোগ করেছিলাম।’’ বিসিসিআই-এর কার্যকরী সচিব অমিতাভ চৌধুরী বলেন, ‘‘আমি সিএসকে ও রাজস্থানকে স্বাগত জানাচ্ছি। আশা করছি গত কয়েক বছরে তারা যে ভাবে আইপিএল-এ একটা ফ্লেভার যোগ করেছিল সেটা থাকবে। ওদের শুভেচ্ছা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE