Advertisement
১১ মে ২০২৪
India vs Pakistan

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে লজ্জার হার ভারতের

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হেরে রানার্স হয়েই থামতে হল বিরাট কোহালিদের। লিগ পর্বে হারের বদলা ফাইনালে তুলে নিল পাকিস্তান। ১৮০ রানে হারতে হল ভারতকে।

ভারতের তিন ব্যাটসম্যানকে প্যাভেলিয়নে পাঠিয়ে উচ্ছ্বাস আমিরের। ছবি: এএফপি।

ভারতের তিন ব্যাটসম্যানকে প্যাভেলিয়নে পাঠিয়ে উচ্ছ্বাস আমিরের। ছবি: এএফপি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জুন ২০১৭ ১৪:৩১
Share: Save:

•১৮০ রানে পাকিস্তানের কাছে হার ভারতের

•৩০.৩ ওভারে ১৫৮ রানে শেষ ভারতের ইনিংস।

•হাসান আলির বলে আউট হলেন জসপ্রীত বুমরীহ।

•আউট...

•৩০ ওভারে ভারত ১৫৮/৯

•২৯ ওভারে ভারত ১৫৬/৯

•হাসান আলির বলে আউট হলেন রবিচন্দ্রন অশ্বিন।

•আউট...

•২৮ ওভারে ভারত ১৫৬/৮

•জুনাইদ খানের বলে স্লিপে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন রবীন্দ্র জাডাজা।

•আউট...

•২৭ ওভারে ভারত ১৫৪/৭

•রান আউট হয়ে মাঠ ছাড়লেন হার্দিক পাণ্ড্য(৭৬)।

•আউট...

•২৬ ওভারে ভারত ১৫২/৬

•ফকার জামানের বলে পর পর দু'বলে দু'টি ছয় হার্দিক পাণ্ড্যর।

•২৫ ওভারে ভারত ১৩৭/৬

•এক ওভারে ২৩ রান দিলেও শাদাবের উপরই ভরসা রাখলেন পাক অধিনায়ক সরফরাজ খান।

•২৪ ওভারে ভারত ১৩৪/৬

•২৩ ওভারে ভারত ১২৮/৬

•শাদাবের ওভার থেকে ২৩ রান তুলল ভারত।

•শাদাব খানের ওভারে পর পর তিন বলে তিনটি ছয় হার্দিক পাণ্ড্যর।

•২২ ওভারে ভারত ১০৫/৬

•২১ ওভারে ভারত ১০২/৬

•১০০ রানের গণ্ডি টপকাল ভারত

•চার...শাদাব খানের বলকে বাউন্ডারি লাইনে পাঠালেন হার্দিক পাণ্ড্য।

•২০ ওভারে ভারত ৯৩/৬

•১৯ ওভারে ভারত ৮৯/৬

•ছয়...শাদাব খানের বলকে গ্যালারিত পাঠালেন পাণ্ড্য।

•১৮ ওভারে ভারত ৮০/৬

•চার...হাসান আলির বলকে বাউন্ডারি লাইনে পাঠালেন হার্দিক পাণ্ড্য।

•১৭ ওভারে ভারত ৭২/৬

•শাদাব খানের বলে সরফরাজের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন কেদার যাদব।

আউট...

•চার...শাদাব খানকে বাউন্ডারি লাইনে পাঠালেন হার্দিক পাণ্ড্য।

•১৬ ওভারে ভারত ৬৭/৫

•১৫ ওভারে ভারত ৬২/৫

•চার...শাদাব খানের বলকে বাউন্ডারিতে পাঠালেন কেদার যাদব।

•১৪ ওভারে ভারত ৫৫/৫

•হাসান আলির বলে ইমাদ ওয়াসিমের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন মহেন্দ্র সিংহ ধোনি।

•আউট...

•১৩ ওভারে ভারত ৫৪/৪

•শদাব খানের বলে এলবিডাব্লউ হয়ে প্যাভিলিয়নে ফিরলেন যুবরাজ সিংহ।

•আউট...

•১২ ওভারে ভারত ৫০/৩

•৫০ রানের গণ্ডি টপকাল ভারত।

•বোলিং পরিবর্তন। জুনাইদের বদলে বলে এলেন হাসান আলি।

•১১ ওভারে ভারত ৪৭/৩

•আরও একটা মেডেন ওভার পাকিস্তানের, সৌজন্যে মহম্মদ আমির।

•১০ ওভারে ভারত ৪৭/৩

•দুরন্ত ব্যাটিং যুবরাজ সিংহের। হাফিজকে ৩ বার বাউন্ডারির রাস্তা দেখালেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

•৯ ওভারে ভারত ৩৩/৩

•আমিরের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন শিখর ধবন।

•আউট...

•৮ ওভারে ভারত ৩১/২

•চার...জুনাইদের বলকে বাউন্ডারি লাইনে পাঠালেন শিখর ধবন।

•৭ ওভারে ভারত ২২/২

•জুনাইদের পর মেডেন করলেন মহম্মদ আমিরও।

•৬ ওভারে ভারত ২১/২

•চার...জুনাইদকে বাউন্ডারিতে পাঠালেন যুবরাজ সিংহ।

•৫ ওভারে ভারত ১৬/২

•চার...আমিরকে বাউন্ডারিতে পাঠালেন যুবরাজ সিংহ।

•৪ ওভারে ভারত ৭/২

•মেডেন ওভার পাকিস্তানের। মেডেন করলেন জুনাইদ খান।

•৩ ওভারে ভারত ৭/২

•প্রথম বলে ক্যাচ মিস হওয়ার পর, দ্বিতীয় বলেই আমিরের বলে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরলেন বিরাট কোহালি।

•আউট...

•২ ওভারে ভারত ৪/১

•আমিরের সঙ্গে পাকিস্তানের বোলিং ইনিংস ওপেন করলেন জুনাইদ খান।

•১ ওভারে ভারত ২/১

•মহম্মদ আমিরের বলে এলবিডাব্লিউ হলেন রোহিত শর্মা।

•আউট...

•পাকিস্তানের ৩৩৮ রানের জবাবে মাঠে নামল ভারত।

•৫০ ওভারে পাকিস্তান ৩৩৮/৪

•ছয়...ভুবনেশ্বরকে মাঠের বাইরে পাঠালেন মহম্মদ হাফিজ।

•৪৯ ওভারে পাকিস্তান ৩২৯/৪

•অর্ধশত রান মহম্মদ হাফিজের।

•৪৮ ওভারে পাকিস্তান ৩১৮/৪

•৫০ রানের পার্টনারশিপ গড়ল ইমাদ ওয়াসিম এবং মহম্মদ হাফিজ।

•৪৭ ওভারে পাকিস্তান ৩১৩/৪

•চার...বুমরাহর বলকে সোজাসুজি বাউন্ডারি লাইনে পাঠালেন ইমাদ ওয়াসিম।

•৪৬ ওভারে পাকিস্তান ৩০৫/৪

•৩০০ রানের গণ্ডি টপকাল পাকিস্তান।

•ছয়...দুরন্ত মহম্মদ হাফিজ। ভুবনেশ্বরের বলকে গ্যালারিতে ফেললেন তিনি।

•৪৫ ওভারে পাকিস্তান ২৯৪/৪

•আবার ছয়...এ বার কেদারের বলকে দর্শকাসনে পাঠালেন ইমাদ ওয়াসিম

•ছয়...কেদার যাদবকে স্ট্যন্ডে পাঠালেন মহম্মদ হাফিজ।

•৪৪ ওভারে পাকিস্তান ২৭৮/৪

•চার...বুমরাহর বলকে বাউন্ডারি লাইনে পাঠালেন মহম্মদ হাফিজ।

•৪৩ ওভারে পাকিস্তান ২৭০/৪

•৪৬ রান করে কেদারের বলে যুবরাজের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফিরলেন বাবার আজম।

•আউট...

•৪২ ওভারে পাকিস্তান ২৬৬/৩

•আবার চার...স্টেপ আউট করে ভুবনেশ্বরের বলকে বাউন্ডারি লাইনে পাঠালেন হাফিজ।

•৪১ ওভারে পাকিস্তান ২৫৭/৩

•২৫০ রানের গণ্ডি টপকাল পাকিস্তান।

•জাডেজার বলকে বাউন্ডারি লাইনে পাঠালেন মহম্মদ হাফিজ।

•৪০ ওভারে পাকিস্তান ২৪৭/৩

ভুবনেশ্বর কুমারের বলে কেদার যাদবের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন শোয়েব মালিক।

•আউট...

•বোলিং পরিবর্তন। নিজের তৃতীয় স্পেলে বোলিংয়ে এলেন ভুবনেশ্বর কুমার।

•৩৯ ওভারে পাকিস্তান ২৪৬/২

•বোলিং পরিবর্তন। জাডেজার পরিবর্তে বলে এলেন কেদার যাদব।

•৩৮ ওভারে পাকিস্তান ২৩৯/২

•চার... হার্দিক পাণ্ড্যকে পর পর দু'বলে দু'টি চার মারলেন বাবর আজাম।

•৩৭ ওভারে পাকিস্তান ২২৭/২

•ছয়...জাডেজাকে বাউন্ডারির বাইরে পাঠালেন শোয়েব মালিক।

•৩৬ ওভারে পাকিস্তান ২১৬/২

•চার...হার্দিককে মিড উইকেটের উপর দিয়ে বাউন্ডারিতে পাঠালেন বাবর আজম।

•৩৫ ওভারে পাকিস্তান ২০৯/২

•চার...বুমরাহকে বাউন্ডারিতে পাঠালেন বাবর আজম।

•৩৪ ওভারে পাকিস্তান ২০২/২

•হার্দিকের বলে আউট হয়ে মাঠ ছাড়লেন ফকার।

•আউট...

•৩৩ ওভারে পাকিস্তান ২০০/১

•২০০ রানের গণ্ডি টপকাল পাকিস্তন

•৩২ ওভারে পাকিস্তান ১৯১/১

•৩১ ওভারে পাকিস্তান ১৮৬/১

•দুরন্ত শতরান ফকার জামানের। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ফকারের এটি প্রথম শতরান।

•চার...অশ্বিনকে বাউন্ডারির বাইরে পাঠালেন ফকার জামান।

•৩০ ওভারে পাকিস্তান ১৭৯/১

•দ্বিতীয় উইকেটে ৫০ রানের পার্টনারশিপ গড়লেন ফকার জামান-বাবর আজম।

•২৯ ওভারে পাকিস্তান ১৭৬/১

•২৮ ওভারে পাকিস্তান ১৭৫/১

•চার...আরও এক বার পাণ্ড্যকে বাউন্ডারি লাইনে পাঠালেন ফকার জামান।

•২৭ ওভারে পাকিস্তান ১৬৭/১

•চার...অপ্রতিরোধ্য ফকার জামান। আরও এক বার অশ্বিনকে বাউন্ডারি লাইনে পাঠালেন ফকার।

•ছয়...অশ্বিনের বলকে বাউন্ডারির বাইরে ফেললেন ফকার জামান।

•২৬ ওভারে পাকিস্তান ১৫০/১

•১৫০ রানের গণ্ডি টপকাল পাকিস্তান।

•চার...আবারও সেই ফকার জামান। স্টেপ আউট করে জাডাজাকে বাউন্ডারিতে পাঠালেন ফকার।

•চার...জাডেজাকে পয়েন্টের উপর দিয়ে বাউন্ডারি লাইনে পাঠালেন ফকার।

•ছয়...জাডেজাকে বাউন্ডারির বাইরে ফেললেন ফকার জামান।

•২৫ ওভারে পাকিস্তান ১৩৪/১

•দুর্দান্ত বোলিং রবিচন্দ্রন অশ্বিনের।

•২৪ ওভারে পাকিস্তান ১২৯/১

•২৩ ওভারে পাকিস্তান ১২৮/১

•রান আউট হয়ে ড্রেসিংরুমে ফিরলেন আজহার আলি।

•আউট...

•২২ ওভারে পাকিস্তান ১২৫/০

•চার...জাডেজাকে বাউন্ডারি লাইনে পাঠালেন আজহার আলি।

•২১ ওভারে পাকিস্তান ১১৮/০

•২০ ওভারে পাকিস্তান ১১৪/০

•আজহার আলির মতই অর্ধশত রান করলেন আরও এক পাক ওপেনার ফকার জমান।

•অর্ধশত রান করলেন আজহার আলি।

•চার...পয়েন্টের সামনে দিয়ে জাডেজাকে বাউন্ডারি লাইনে পাঠালেন ফকার জামান।

•১৯ ওভারে পাকিস্তান ১০৩/০

•১৮ ওভারে পাকিস্তান ১০০/০

•১০০ রানের গন্ডি টপকাল পাকিস্তান। ওপেনিং জুটিতেই শতরানের পার্টনারশিপ ফকর জামান-আজহার আলির।

•চার...জাডেজাকে বাউন্ডারির বাইরে পাঠালেন ফকার জামান।

•১৭ ওভারে পাকিস্তান ৯৩/০

•দুরন্ত বোলিং হার্দিক পাণ্ড্যর। নিজের দ্বিতীয় ওভারে মাত্র তিন রান দিলেন এই অলরাউন্ডার।

•১৬ ওভারে পাকিস্তান ৯০/০

•বোলিং পরিবর্তন। অশ্বিনের পরিবর্তে বলে এলেন রবীন্দ্র জাডেজা।

•১৫ ওভারে পাকিস্তান ৮৬/০

•চার...ওভারের শেষ বলে পাণ্ড্যকে বাউন্ডারি লাইনে পাঠালেন আজহার আলি।

•বোলিং পরিবর্তন। ভুবনেশ্বর কুমারের পরিবর্তে বলে এলেন হার্দিক পাণ্ড্য।

•১৪ ওভারে পাকিস্তান ৭৮/০

•ভারতের দৃষ্টিকোণ থেকে ভাল ওভার অশ্বিনের।

•১৩ ওভারে পাকিস্তান ৭৪/০

•১২ ওভারে পাকিস্তান ৬৯/০

• চার... অশ্বিনকে বাউন্ডারি লাইনে পাঠালেন ফকর জামান।

•১১ ওভারে পাকিস্তান ৬৩/০

• চার...স্ট্রেট ড্রাইভে বুমরাহকে বাউন্ডারি লাইনে পাঠালেন ফকর জামান।

•১০ ওভারে পাকিস্তান ৫৬/০

•৫০ রানের গণ্ডি টপকাল পাকিস্তান।

•চার...অশ্বিনকে বাউন্ডারি লাইনে পাঠালেন আজহার আলি।

•৯ ওভারে পাকিস্তান ৪৮/০

•মেডেন ওভার ভুবনেশ্বর কুমারের।

•৮ ওভারে পাকিস্তান ৪৮/০

•ছয়...পাকিস্তানের ইনিংসের প্রথম ছয়টি মারলেন আজহার আলি।

•বোলিং পরিবর্তন। বুমরাহর পরিবর্তে বলে এলেন রবিচন্দ্রন অশ্বিন।

•৭ ওভারে পাকিস্তান ৩৮/০

•৬ ওভারে পাকিস্তান ৩৬/০

•আবার চার...এবারও আজহার আলি।

•চার..ষষ্ঠ ওভারের প্রথম বলেই বুমরাহকে চার মারলেন আজহার আলি।

•৫ ওভারে পাকিস্তান ২৭/০

•আবার চার...ওন সাইডে চার ফকারের।

•চার...ফকারের হেলমেটে লেগে বল গেল বাউন্ডারির বাইরে।

•৪ ওভারে পাকিস্তান ১৮/০

•চার...বুমরাহকে বাউন্ডারিতে পাঠালেন আজহার আলি

•বুমরাহর বল ফকারের ব্যাটে লেগে মজা পরেছিল ধোনির হাতে। কিন্তু নো বলের জন্য বাতিল হল আউট।

•৩ ওভারে পাকিস্তান ৮/০

•২ ওভারে পাকিস্তান ৩/০

•ভুবনেশ্বরের জুরিদার হিসেবে অন্যপ্রান্ত থেকে শুরু করলেন জসপ্রীত বুমরাহ।

•১ ওভারে পাকিস্তান ০/০

•মেডেন ওভার দিয়ে বোলিং ইনিংস শুরু করল ভারত।

•ভারতের হয়ে বল হাতে শুরু করলেন ভুবনেশ্বর কুমার।

•মাঠে নেমে পড়ল ভারতীয় দল

•অপরিবর্তিত ভারতীয় দল

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন বিরাট কোহালি।

রাজনৈতিক চাপানউতরের কারণে দুই প্রতিবেশি রাষ্ট্রের মধ্যে ক্রিকেট খেলার চল নেই বললেই চলে। যেটুকু খেলা হয় তাও সেই আইসিসি-এর টুর্নামেন্টেই। আর তারই সুবাদে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ ওভালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।চলতি টুর্নামেন্টেই অবশ্য পাকিস্তানকে হারিয়েছে ভারতীয় ব্রিগেড, তবে সেটা গ্রুপ স্টেজে। ফাইনাল ভিন্ন ম্যাচ, গ্রুপ স্টেজের ম্যাচের সঙ্গে ফাইনাল মেলান ঠিক নয়।

ভারতীয় দল:

রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহালি(অধিনায়ক), যুবরাজ সিংহ, মহেন্দ্র সিংহ ধোনি, হার্দিক পাণ্ড্য, কেদার যাদব, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ

পাকিস্তান:

আজহার আলি, ফকার জামান, বাবর আজম, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ(অধিনায়ক), ইমাদ ওয়াসিম, মহম্মদ আমির, শাদাব খান, হাসান আলি, জুনাইদ খান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE